Posts

Showing posts with the label Kalipuja

নেই কোন কালীমূর্তি! ভয়ে ভয়ে পুজো করতে যান পুরোহিত, ৫০০ বছরের এই রীতিতে আছে গভীর রহস্য

Image
নেশনহান্ট ডেস্ক : চারিদিকে ঘন জঙ্গল। সারা বছর সেখানে পা রাখতেই ভয় পান হাজার হাজার মানুষ। অথচ কালীপুজোর পরের দিন সেখানে তিল ধরনের জায়গা থাকে না। গত ৫০০ বছর ধরে চলে আসছে এই রীতি। আসলে কালী পুজোর পরের দিন গভীর জঙ্গলে দিনের আলো থাকতেই সেরে ফেলা হয় কাঁকসার রাজকুসুমের বনকালী মা’য়ের পুজো। প্রায় ৫০০ বছরের প্রাচীন রায় পরিবারের ওই পুজোতে বহু ভক্ত জাগ্রত মূর্তিহীন বনকালী’র কাছে মানত করেন। তাদের মনের ইচ্ছে পূরণ হতেই একের পর এক পাঁঠা বলি দেওয়া হয় গভীর জঙ্গলে প্রতিবছরেই। রায় পরিবারের দাবি, জাগ্রত এই কালী পুজোতে অংশগ্রহণ করতে ইদানিংকালে ভিড় করেন বর্ধমান সহ দুর্গাপুর শহরের ভক্তরা। আরোও পড়ুন :  মহিলাদের এবার সোনায় সোহাগা! রাজ্যে শুরু হল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, দেরি করলেই মিস কে এই বনকালীর প্রতিষ্ঠা করেছিলেন সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কোন ধারণা পাওয়া যায় না। কত সাল থেকে পুজো শুরু হয়েছিল সেই কথাটিও অজানা। বনকালীর পুজোর সঙ্গে গোপালপুরের ভট্টাচার্য পরিবারের যোগ আছে। স্থানীয়দের কথায়, কালীপুজোর পরের দিন রাজকুসুমের রায় পরিবারের তরফ থেকে পুজো যায় গোপালপুরের ভট্টাচার্য পরিবারে।  আরোও পড...

কালীপুজো উপলক্ষ্যে চলবে ৯টি স্পেশাল! দেখে নিন কোন কোন রুটে চলবে এই ট্রেনগুলি

Image
নেশনহান্ট ডেস্ক : দুর্গাপুজোয় রাজ্য এমকি দেশ-বিদেশ থেকেও বহু মানুষ কলকাতায় এসেছিলেন উৎসবে মাতোয়ারা হতে। আশঙ্কা করা হচ্ছে কালীপুজোর সময়ও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সেই পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী কিছু জায়গায় কালীপুজোর সময় বেশ ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে বারাসতের কালীপুজো বেশ জনপ্রিয়, একই সাথে জনপ্রিয় নৈহাটির কালীপুজো। এই জায়গাগুলির কথা মাথায় রেখে পূর্ব রেল সম্প্রতি বড় সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর রেলসূত্রে। সব মিলিয়ে বলা যায়, ভিড় সামলানোই আসল লক্ষ্য। আরোও পড়ুন :  মোটা টাকা মাইনে, প্রচুর কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়! কপাল খুলবে চাকরিপ্রার্থীদের • শিয়ালদা বারাসাত শিয়ালদা: শিয়ালদা থেকে একটি স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত ১২টা ১০মিনিটে। অন্যদিকে, বারাসাত থেকে স্পেশাল লোকাল ট্রেনটি ছাড়বে রাত ১ টা ১০ মিনিটে। এছাড়াও আরও একটি স্পেশাল লোকাল ট্রেন থাকছে বারাসাতের জন্য। আরোও পড়ুন :  দীপাবলির আগেই কর্মীদের চমকে দিল এই সংস্থা! উপহার হিসেবে মিলল রয়্যাল এনফিল্ড, ভাইরাল ভিডিও • শিয়া...

এই কালিপুজোয় লাগে না পুরোহিত! অবাক হচ্ছেন? ক্ষীরপাইয়ের মা'কে দেখতে ভিড় জমান ভক্তরা...

Image
নেশনহান্ট ডেস্ক : পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১ নং ওয়ার্ড চিরকুনডাঙ্গা এলাকার এই কালী মূর্তি তৈরি কংক্রিটে। ৪৫ ফুট উচ্চতার বিশাল আকৃতির এই মা কালী ভক্তদের কাছে পরিচিত  ‘বড়মা’ নামে। এবছর বড়মার পুজো ২১ বছরে পদার্পণ করতে চলেছে। চন্দ্রকোনা ছাড়াও বিভিন্ন জেলার মানুষ বড়মা নামেই এই কালীকে পুজো করে আসছেন। ক্ষীরপাই এর বড়মার মাহাত্ম্য চারদিকে ছড়িয়ে পড়েছে। আশেপাশের অঞ্চল ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে কালীপুজোর দিন ভক্তরা এখানে মাকে পুজো দিতে আসেন। যদিও বলি হয় না এই শ্মশান কালী মায়ের পুজোয়। বাকি রীতি মেনে এখানে পুজো করা হয়। পুজোর পরের দিন ভোগ খাওয়ার জন্য এখানে আসেন হাজার হাজার ভক্ত। শুদ্ধদেব রায় নামের এক স্থানীয় বাসিন্দা আজ থেকে কুড়ি বছর আগে শ্মশানের উপর প্রতিষ্ঠা করেন বড় মায়ের মন্দির। শুদ্ধদেব রায় মাটির চালায় প্রতিমা নির্মাণ করে প্রথমে পুজো শুরু করেন, এই মাকে ছোট মা নামে ডাকা হয়। বন্যার সময় এই চালার মূর্তি ডুবে গিয়েছিল। কিন্তু সেই মায়ের মূর্তির একটি হাত অবশিষ্ট থাকে। আরোও পড়ুন :  ভিড় সামলানোই আসল লক্ষ্য! এবার কালীপুজোতেও চলবে বাড়তি মেট্রো; দেখুন, ...

ভিড় সামলানোই আসল লক্ষ্য! এবার কালীপুজোতেও চলবে বাড়তি মেট্রো; দেখুন, কখন 'লাস্ট টাইমিং'

Image
নেশনহান্ট ডেস্ক : দুর্গাপুজোর পর কালীপুজোতেও বাড়তি পরিষেবা দেবে কলকাতা মেট্রো। দুটি স্পেশাল মেট্রো চালানো হবে আগামী রবিবার অর্থাৎ কালীপুজোর দিন। মেট্রো কর্তৃপক্ষ মনে করেছ এইদিন কালীঘাট ও দক্ষিণেশ্বরে পুণ্যার্থীদের ভিড় বাড়বে। তাই অতিরিক্ত যাত্রী সামাল দিতে চালানো হবে অতিরিক্ত মেট্রো। ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো আপ ও ডাউন লাইনে চালানো হবে রবিবার। নির্দিষ্ট সময় মেনে সকালে মেট্রো পরিষেবা শুরু হবে এদিন। সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়বে দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত। রাতে চালানো হবে অতিরিক্ত মেট্রো। আরোও পড়ুন :  এবার বাড়িতে জলের সংযোগ নিলে মিটার বসানো বাধ্যতামূলক! নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার রাত ৯টা ২৭ মিনিটে রবিবার শেষ মেট্রো ছাড়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনে। রাত ৯টা ২৮ শেষ মেট্রো ছাড়ে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে রবিবার শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টায়। তবে নিয়ম মতো পরিষেবা বন্ধ থাকবে জোকা-তারাতলা এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে। অন্যদিকে আজ ইডেনে ম্যাচ উপলক্ষে কলকাতা ম...

বাড়িতে একেবারেই অসম্ভব এই কালীর পুজো! মায়ের আরাধনার নিয়ম জানেন?

Image
নেশনহান্ট ডেস্ক : কালীপুজো আসন্ন। চারদিকে চলছে তারই প্রস্তুতি। বিভিন্ন বারোয়ারি জায়গা ছাড়াও অনেক বাড়িতেই মা কালীর আরাধনা হয়ে থাকে। তবে বাড়িতে কালী পুজো করলে মানতে হয় বিশেষ কিছু নিয়ম। শাস্ত্র মতে কিছু কালী মূর্তি রয়েছে যেগুলি বাড়িতে পুজো করা যায় না। কিছু কিছু কালীমূর্তি রয়েছে যেগুলি পুজো করতে গেলে মানতে হয় বিশেষ রীতি ও নিয়ম। দেবী মধুসুন্দরীকে অনেকেই পুজো করেন বাড়িতে। মা কালীর একটি রূপ দেবী মধুসুন্দরী। অনেকে আরাধনা করে থাকেন শক্তি বিগ্রহের। শ্মশানের মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয় শক্তি বিগ্রহের ক্ষেত্রে। পুজোর দিনই মায়ের মূর্তি বিসর্জন দিয়ে দিতে হয়। এই প্রতিমার থাকে তিনটি মাথা। বাড়িতে করা হয় না রক্ষাকালী পুজো। আরোও পড়ুন :  চান্দু-নিজাম-মমতাজরাই পুজোর মাথা! জলপাইগুড়ির এই শ্মশানকালী আরাধনা দেয় এক বিশেষ বার্তা এই পুজো বাড়ির বাইরে অথবা পাড়ার মোড়ে হয়। বাড়ির মধ্যে হয় তারা মায়ের পুজো। ধুমাবতীর পুজো অনেকে করে থাকেন। অনেকেই রয়েছেন তন্ত্র মতে কালী সাধনা করে থাকেন। তারা ছিন্নমস্তার আরাধনা করেন। তবে বাড়ির মধ্যে করা যায় না ছিন্নমস্তার পুজো। এই পুজো করতে হয় বাড়ির বা...

রাতারাতি কালী হয়ে গেছিলেন জগন্নাথ! নিজেই খসিয়ে ফেলেছিলেন নিজের হাত, কিন্তু কেন ?

Image
নেশনহান্ট ডেস্ক: বিগত বেশ কিছু বছর ধরে অত্যন্ত ধুমধামের সাথে কালীপুজো হয়ে আসছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বানপুর সীমান্তের চ্যাটার্জী পরিবারে। এই পরিবারের পুজোর সাথে জড়িয়ে রয়েছে অসংখ্য ইতিহাস। এই চট্টোপাধ্যায় পরিবার বাংলাদেশ থেকে ১৯৬৬ সালে আসে ভারতে। তৎকালীন পরিবারের কর্তা বীরেন্দ্রকুমার চট্টোপাধ্যায় দেবীর স্বপ্নাদেশ পেয়ে কালী মূর্তি গড়েন। হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন বীরেন্দ্র কুমার চট্টোপাধ্যায়। বাংলাদেশে তাঁর বাড়িতে প্রতিদিন পুজো হত। কিন্তু যখন চট্টোপাধ্যায় পরিবার এদেশে আসেন তখন সব দেবদেবীর মূর্তি নিয়ে আসা সম্ভব ছিল না। চট্টোপাধ্যায় পরিবার ভারতে নিয়ে আসেন শালগ্রাম শিলা, শিবলিঙ্গ, রাধাকৃষ্ণ ও গোপালের মূর্তি। নদীয়ার বাড়িতেই চট্টোপাধ্যায় পরিবার ঈশ্বরের সেবা করতেন। আরোও পড়ুন :  জীবনেও যান নি কলেজে, আজ তিনিই IAS! অবাক হচ্ছেন? এ যেন এক রূপকথার গল্প এরপর একদিন দেবী বীরেন্দ্র কুমার চট্টোপাধ্যায়কে স্বপ্নে বলেন, আমার সেবা করবি না? এরপর বীরেন্দ্র কুমার চট্টোপাধ্যায় মা কালীর পুজো শুরু করেন। বহু বছর ধরেই এই বাড়িতে পুজো হয়ে আসছে। বীরেন্দ্রকুমারের প্রপৌত্র এখন মায়ের আরাধনা করছেন। এই পর...

কেটে যাবে জীবনের অন্ধকার, আসবে সুখ, সমৃদ্ধি! কালীপুজোর সময় মাথায় রাখুন এই কয়েকটি নিয়ম

Image
নেশনহান্ট ডেস্ক : অনেকেই দেবী কালীকে খুব জাগ্রত হিসেবে বিবেচিত করেন। বহু মানুষ জীবনে নানান সমস্যার সমাধানের জন্য শরণাপন্ন হন মা কালীর। কিন্তু আপনারা জানেন কোন উপায় অবলম্বন করলে আপনারা দেবী কালীর আশীর্বাদ পাবেন? আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কালীপুজোয় কোন উপাচার মানলে মা কালীর আশীর্বাদ আপনার উপর ঝরে পড়বে। উপোস রাখুন কালীপুজোর দিন। পুজো শেষ হওয়া না পর্যন্ত উপোস বজায় রাখুন। পুজো শেষে অঞ্জলি দেওয়ার পর খাদ্য গ্রহণ করবেন। সব সময় নিরামিষ খাবার খেয়ে উপোস ভাঙবেন। তবে চেষ্টা করবেন সর্বদা ফল খেয়ে উপোস ভাঙার। তবে পরের দিন আমিষ খাবার খেলে ক্ষতি হবে না। কোথাও বলি হলে গ্রহন করতে পারেন সেই প্রসাদ। আরোও পড়ুন :  ফ্রি ফ্রি ফ্রি! লাগবে না ভিসা; ব্যাংকক, পাটায়া ভ্রমণ এবার আরোও সস্তায় অনেকেই বলেন জ্ঞান দান করলে তা বৃদ্ধি পায়। সম্পত্তিও অনেকটা তেমন। পুজোর দিনে দুস্থ ব্যক্তিদের কিনে দিন মোমবাতি বা ধূপকাঠি। দুস্থ ব্যক্তিদের ঘর আলোকিত হলে আপনার ভাগ্য ফিরতে পারে। মা কালীকে সর্বদা লাল ফল যেমন আপেল দিয়ে পুজো দিতে পারেন। লাল জবা, ধুপ মিষ্টি সব সহকারে মা কালীকে পুজো দিতে হবে। এছাড়াও খড়্গ অর্পণ ক...