Posts

Showing posts with the label Water line

এবার বাড়িতে জলের সংযোগ নিলে মিটার বসানো বাধ্যতামূলক! নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Image
নেশনহান্ট ডেস্ক: জল অপচয় রীতিমত একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কলকাতা পুরসভার কাছে। জলের অপচয় রুখতে পুরসভার পক্ষ থেকে কয়েক বছর আগে বাড়িতে বাড়িতে মিটার বসানোর কাজ শুরু হয়। ইতিমধ্যেই সেই কাজ সম্পন্ন হয়েছে পুরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে। মিটার বসানোর পর মিলেছে ইতিবাচক ফল। পুরসভা দাবি করছে মিটার বসানোর পর ওই ওয়ার্ডগুলোতে রোখা গেছে ৫২ শতাংশ পর্যন্ত জলের অপচয়। এমন অবস্থায় কলকাতা শহরে জল অপচয় রুখতে কলকাতা পুরসভার পক্ষ থেকে নেওয়া হল নয়া সিদ্ধান্ত। এবার থেকে নতুন জলের সংযোগ নিলে বাধ্যতামূলকভাবে বসাতে হবে মিটার। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই ব্যাপারে জানিয়েছেন। তবে সাধারণ মানুষের আশঙ্কা মিরার বসালেই দিতে হবে জলকর। ফিরহাদ হাকিম সেই আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাবে বলেছেন, “জলের অপচয় বন্ধ করাই কলকাতা পুরসভার প্রধান লক্ষ্য। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” মেয়র আশ্বস্ত করে সবাইকে বলেছেন জলকর নেওয়া বা জল অপচয় হলে জরিমানা নেওয়া তাদের উদ্দেশ্য নয়। আরোও পড়ুন :  ট্রাকের পিছনে কেন বড়ো করে “Horn OK Please” লেখা হয়? জানুন, নেপথ্যের আসল কারণ মেয়রের কথায় প্...