Posts

Showing posts with the label Telengana

মহিলাদের জন্য সুখবর! এই মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে থাকছে নয়া চমক, মিলবে ৪ হাজার টাকা

Image
নেশনহান্ট ডেস্ক : রাজ্যের মহিলাদের জন্য সুখবর নিয়ে এলো সরকার। মহিলাদের কথা মাথায় রেখে তাদের সুবিধার জন্য এবার থেকে মাসে ৪০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারে দেয়া হবে বলে ঠিক করা হয়েছে। উল্লেখ্য, এবার তেলেঙ্গানাতেও (Telengana) ‘লক্ষ্মীর ভান্ডার’  দেওয়ার কথা ঘোষণা করলেন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী।  সূত্রের খবর, রাহুল জানান, তেলেঙ্গনায় কংগ্রেস ক্ষমতা দখল করলে মাসে চার হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের। তেলেঙ্গনা থেকে এদিন রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে পরিবারের একজন মহিলাকে সরাসরি ২৫০০ টাকা করে অ্যাকাউন্টে যেমন  দেওয়া হবে, তেমনই পাশাপাশি ১০০০ টাকার সিলিন্ডার  দেওয়া হবে ৫০০ টাকায়।’ আরোও পড়ুন :  ২০২৪-এ ঘটবে ভয়ঙ্কর ঘটনা! নতুন বছর নিয়ে আগেই জানিয়েছেন বাবা ভাঙা! শুনে আঁতকে উঠবেন মহিলাদের  জন্য বাসভাড়াও মুকুব করে দেওয়ার ঘোষণা করেছেন রাহুল। রাহুলের দাবি, তাতে আরও হাজার টাকা সঞ্চয় হবে মহিলাদের । এই সমস্ত কিছু  মিলিয়ে প্রতি মাসে প্রায় ৪ হাজার টাকার  সুবিধা পাবেন  মহিলারা। তিনি আরো জানান , ‘মহিলারাই পরিবারের মেরুদণ্ড। তাই তাদেরই কথা ভেবে, তাদের  সরাসরি সহযোগিতা করা হবে।’ আ...