Posts

Showing posts with the label Wistron

খরচের পাশাপাশি বাড়বে লোন! iPhone তৈরি করতে গিয়ে সমস্যায় পড়বে টাটা গ্রুপ?

Image
নেশন হান্ট ডেস্ক: টাটা গ্রুপ (Tata Group) শীঘ্রই ভারতে (India) iPhone তৈরি শুরু করতে চলেছে। এর জন্য, টাটা গ্রুপ ৭৫০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৬,৭০০ কোটি টাকায় উইস্ট্রনের কারখানাও কিনছে। এর মানে হল, এরপরে টাটা হবে ভারতের প্রথম কোম্পানি যারা দেশে iPhone তৈরি করবে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক যে, iPhone তৈরি করতে কোম্পানিকে প্রথম পর্যায়ে কত খরচ করতে হতে পারে। ট্রান্সফার হবে লোন: জানা গিয়েছে, এই চুক্তির মাধ্যমে, উইস্ট্রনের সমস্ত লোনও টাটার নামে স্থানান্তরিত হবে। উল্লেখ্য যে, ২০০৮ সালে উইস্ট্রন ভারতে iPhone তৈরি শুরু করে। এদিকে লোনের কথা বললে, উইস্ট্রন কোম্পানির প্রায় ৭৫ থেকে ৮০ মিলিয়ন ডলার ঋণ রয়েছে। যা টাটা গ্রুপ আগামী সময়ে শোধ করবে। মুনাফা অর্জনে জোর দেওয়া হবে: এই প্ল্যান্টটি রয়েছে তামিলনাড়ুর হোসুরে। আর ওই প্ল্যান্টটিকেই টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড কিনতে চলেছে। পাশাপাশি, সেখানে প্রায় ১৪ হাজার থেকে ১৫ হাজার জন কারখানায় কাজ করছেন। আরও পড়ুন: ছিলেন মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট! মডেলিং ছেড়ে UPSC-র প্রস্তুতি নিয়ে প্রথমবারেই IAS হলেন ঐশ্বর্য উল্লেখ্য যে, উইস্ট্রন কোম্পানি ...