ধূমপায়ীদের মাথায় বাজ! এবার ট্রেনে লুকিয়ে সিগারেট ধরালেই বিপদ, থেমে যাবে 'নিজে থেকেই'
নেশনহান্ট ডেস্ক : ভারতীয় রেলকে দেশের পরিবহনের মেরুদন্ড বলা হয়। ব্রিটিশ আমলে যে রেলের গোড়াপত্তন হয়েছিল, সেই রেল নেটওয়ার্ক আজ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। স্থানীয় লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর গন্তব্যে পৌঁছানোর প্রধান হাতিয়ার এই ট্রেন ব্যবস্থা। ভারতীয় রেলওয়ে (Indian Railways) প্রতিনিয়ত নিজেদেরকে আরও আপগ্রেড করার চেষ্টা করছে। তবে এমন কিছু নিয়ম প্রত্যেক যাত্রীকেও মানতে হয় যা আমাদের কর্তব্য। এগুলির মধ্যে অন্যতম হল ট্রেনের মধ্যে ধূমপান না করা। তবে এমন বহু যাত্রী রয়েছেন যারা লুকিয়ে ট্রেনের বাথরুমে ধূমপান করেন। আরোও পড়ুন : সামনেই বিয়ে? অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি, নাহলেই জীবন হবে অন্ধকার, কি বলছে চাণক্য নীতি? কিন্তু এবার থেকে লুকিয়ে বাথরুমে গিয়ে ধূমপান করলে স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে ‘ভেসডা’ (ভেরি ইজিলি স্মোক ডিটেনশন অ্যাপারেটর) বসানো হয়েছে শিয়ালদা ডিভিশনের দূরপাল্লার ট্রেনে। ধোঁয়া পেলেই ট্রেন থামিয়ে দেবে এই ভেসডা। অনেক সময় দেখা যায় সিগারেটের আগুন থেকে ঘটে যাচ্ছে বড় ধর...