ভাগ হল বচ্চন বাড়ির সম্পত্তি! বিগ বি'র সাধের 'প্রতীক্ষা' চলে গেল মেয়ের হাতে, দাম জানেন ?
নেশনহান্ট ডেস্ক : বচ্চন পরিবারকে নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনা কম নয়। এই পরিবারের প্রত্যেকটি স্টার থাকেন চিরকাল খবরের হেডলাইন্সে। তবে যত দিন যাচ্ছে বচ্চন পরিবারের অন্দরমহল যেন আরো রহস্যময় হয়ে উঠছে। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন অধিকাংশ সময় কাটাচ্ছেন তার বাপের বাড়িতে। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সম্পর্কে কিছু একটা সমস্যা রয়েছে বলে খবর রটছিল চারপাশে। আবার ঐশ্বর্য উপস্থিত ছিলেন না বচ্চন পরিবারের দীপাবলীর পুজোতে। তবে এই আবহে আরও একটি নতুন খবর উঠে আসছে। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন তার সাধের ‘প্রতীক্ষা’ লিখে দিয়েছেন মেয়ে শ্বেতাকে। আরোও পড়ুন : এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও এই বাংলোটি অমিতাভকে উপহার দিয়েছিলেন তার বাবা হরিবংশ রাই বচ্চন। অমিতাভের প্রথম সম্পত্তি বলা যেতে পারে এটিকে। বাবা মায়ের সাথে এই বাড়িতেই থাকতেন অমিতাভ। মূলত দুটি অংশ রয়েছে প্রতীক্ষায়। একটি ৮৯০.৪৭ স্কোয়্যার ফুট ও আরেকটি ৬৭৪ স্কোয়্যার ফুটের। জানা যাচ্ছে এই গিফট ডিড স্বাক্ষরিত হয়েছে গত ৮ নভেম্ব...