Posts

Showing posts with the label Nadia

রাতারাতি কালী হয়ে গেছিলেন জগন্নাথ! নিজেই খসিয়ে ফেলেছিলেন নিজের হাত, কিন্তু কেন ?

Image
নেশনহান্ট ডেস্ক: বিগত বেশ কিছু বছর ধরে অত্যন্ত ধুমধামের সাথে কালীপুজো হয়ে আসছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বানপুর সীমান্তের চ্যাটার্জী পরিবারে। এই পরিবারের পুজোর সাথে জড়িয়ে রয়েছে অসংখ্য ইতিহাস। এই চট্টোপাধ্যায় পরিবার বাংলাদেশ থেকে ১৯৬৬ সালে আসে ভারতে। তৎকালীন পরিবারের কর্তা বীরেন্দ্রকুমার চট্টোপাধ্যায় দেবীর স্বপ্নাদেশ পেয়ে কালী মূর্তি গড়েন। হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন বীরেন্দ্র কুমার চট্টোপাধ্যায়। বাংলাদেশে তাঁর বাড়িতে প্রতিদিন পুজো হত। কিন্তু যখন চট্টোপাধ্যায় পরিবার এদেশে আসেন তখন সব দেবদেবীর মূর্তি নিয়ে আসা সম্ভব ছিল না। চট্টোপাধ্যায় পরিবার ভারতে নিয়ে আসেন শালগ্রাম শিলা, শিবলিঙ্গ, রাধাকৃষ্ণ ও গোপালের মূর্তি। নদীয়ার বাড়িতেই চট্টোপাধ্যায় পরিবার ঈশ্বরের সেবা করতেন। আরোও পড়ুন :  জীবনেও যান নি কলেজে, আজ তিনিই IAS! অবাক হচ্ছেন? এ যেন এক রূপকথার গল্প এরপর একদিন দেবী বীরেন্দ্র কুমার চট্টোপাধ্যায়কে স্বপ্নে বলেন, আমার সেবা করবি না? এরপর বীরেন্দ্র কুমার চট্টোপাধ্যায় মা কালীর পুজো শুরু করেন। বহু বছর ধরেই এই বাড়িতে পুজো হয়ে আসছে। বীরেন্দ্রকুমারের প্রপৌত্র এখন মায়ের আরাধনা করছেন। এই পর...