Posts

Showing posts with the label Lottery

৬০ টাকার লটারিতেই বাজিমাত! রোজগার থেকে অতিরিক্ত খরচ হলেও শেষমেষ কোটিপতি বীরভূমের আচার বিক্রেতা

Image
নেশনহান্ট ডেস্ক : পেশা বলতে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আচার বিক্রি করা। দিনের শেষে অতি কষ্টে আয় হয় দেড়শ টাকা মতো। যতদিন যাচ্ছিল ততই বাড়ছিল মুদির দোকানের ধার। দিন দিন সংসার চালানো অত্যন্ত কষ্টের হয়ে দাঁড়াচ্ছিল মুরারই থানার পলশা গ্রামের নূর আলম শেখের। অন্য কোনও উপায় না পেয়ে গত ১০ই নভেম্বর রোজগারের ১০০ টাকা থেকে ৬০ টাকা খরচ করে কিনে ফেলেন লটারি টিকিট। সেই লটারি টিকিটই কয়েক ঘন্টার মধ্যে বদলে দিল তার ভাগ্য। লটারি জেতার খবর পেয়ে ভয়ে দুদিন ঘর থেকে বার হননি নূর। এই লটারি টিকিটের টাকা কীভাবে তিনি পাবেন সেই বিষয়ে কোনও ধারণা ছিল না তার। উপায় খুঁজে না পেয়ে মুরারই থানায় গত সোমবার থেকে ছেলেকে নিয়ে আশ্রয় নিয়েছেন নূর। আরোও পড়ুন :   লম্বা লাইনে দাঁড়িয়ে ক্রেতারা,উপচে পড়া ভিড় সোনার দোকানে! ভাইফোঁটায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু ? নূর বলেন, “চাটনি বিক্রি করে গত শুক্রবার বাড়ি ফিরছিলাম। বাঁশলৈ বাজারে একটা লটারি টিকিটের দোকান থেকে ৬০ টাকা দিয়ে টিকিট কিনি। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। লটারি খেলার ফল প্রকাশ হয় দুপুরে একটায়। এরপর গ্রামে ছড়িয়ে পড়ে ওই লটারি বিক্রেতার বিক...