Posts

Showing posts with the label Bug Insects

লাইট জ্বালালেই ঘরে ঝাঁকে ঝাঁকে পোকা! তাড়াতে গিয়ে নাজেহাল? মাথায় রাখুন এই টিপসগুলো

Image
নেশনহান্ট ডেস্ক : সামনেই দীপাবলি। আলোর উৎসবে সেজে উঠবে গোটা দেশ। দীপাবলীর উৎসবে গা ভাসাতে তৈরি ভারতবাসী। তবে এই আলোর উৎসবের আগে আমাদের অনেকেই একটি সমস্যার সম্মুখীন হন। সন্ধ্যাবেলা ঘরের আলো জ্বালালেই পোকার উৎপাত শুরু হয়। এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন তা নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হল। এই সময়টাতে সন্ধ্যাবেলা ঘরের আলো জ্বালালেই পোকার উৎপাত শুরু হয়। আলো জানালে পোকা ঘরে ঢুকে আমাদের যেমন অসুবিধার সম্মুখীন করছে, তেমনই খাবারেও তারা হামলা করছে। তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলি অবলম্বন করলে এই পোকাদের তাড়ানো সম্ভব হবে। আজ আমরা এই উপায়গুলি সম্পর্কে জেনে নেব। ১) প্রথমে এক কাপ জলে মিশিয়ে নিন এক চা চামচ বেকিং সোডা ও লেবুর রস। এরপর এই দ্রবণটি একটি পাত্রে রাখুন। তারপর সারা ঘরে এই দ্রবণ স্প্রে করুন। এর ফলে ঘরে যে পোকামাকড় থাকবে তারা চলে যাবে। আরোও পড়ুন :  ফের পরিচালনায় ফিরছেন প্রসেনজিৎ! মুখ্য চরিত্রে বলিউড ‘কুইন’ কঙ্গনা, এবার কোন ভূমিকায় নায়িকা? ২) ২ চা চামচ গোল মরিচ মিশিয়ে নিতে পারেন এক কাপ জলে। এরপর সেটি একটি বোতলে ভরে সারা বাড়িতে ছিটিয়ে দিন। গোলমরিচের ঝাঁজে পোকামাকড় দ্র...