Posts

Showing posts with the label Fee

ছেলের শ্রাদ্ধের দিনেও দেখলেন রোগী! কর্তব্যে অবিচল থেকে নজির গড়লেন নবতিপর "বিশুবাবু"

Image
নেশন হান্ট ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছুজন থাকেন যাঁরা তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি করেন অভাবনীয় নজির। শুধু তাই নয়, তাঁরা সমস্ত ব্যক্তিগত ঝড়-ঝঞ্ঝাকে উপেক্ষা করে কর্তব্যে (Duty) অবিচল থেকে করে যান নিজেদের কাজ। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক নবতিপর চিকিৎসকের (Doctor) প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি, তাঁর একমাত্র ছেলের পারলৌকিক কাজের দিনেও আর পাঁচটা দিনের মতোই রোগী দেখলেন। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য লাভপুরের মহুগ্রামের বাসিন্দা ৯৫ বছরের চিকিৎসক সুকুমার চন্দ্র এলাকায় তাঁর জনদরদী কর্মকাণ্ডের জেরে সুপরিচিত। তবে, এবার তিনি নিজের কর্তব্যবোধে অটল থেকে রীতিমতো নজির গড়লেন। জানা গিয়েছে যে, ছেলের মৃত্যুর দিনেও তিনি রোগী দেখেছেন। সাধারণ মানুষের কাছে অবশ্য সুকুমার বাবু পরিচিত “বিশুবাবু” হিসেবে। এই প্রসঙ্গে স্থানীয়েরা জানিয়েছেন, সুকুমারের একমাত্র ছেলে সৌমিত্র চন্দ্র ছিলেন পরোপকারী শল্য চিকিৎসক। তিনি কলকাতার একটি হাসপাতালে কর্মরত ছিলেন। পাশাপাশি, যুক্ত ছিলেন রামকৃষ্ণ মিশনের সঙ্গেও। বাবার মতো তিনিও চিকিৎসার ক্ষেত্রে জনদরদী পদক্ষেপ গ্রহণ করতেন। এমনকি, বহুবার লাভপ...