Posts

Showing posts with the label State Bank of India

গ্রাহকদের বিরাট সুবিধা, ৫ ধরনের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে এল SBI, এখন হবে আরও বেশি লাভ

Image
নেশনহান্ট ডেস্ক : সেভিংস অ্যাকাউন্ট কথাটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। নিয়মিত লেনদেনের জন্য সেভিংস অ্যাকাউন্ট বিশেষভাবে কাজে লাগে। পাশাপাশি, বেতনভোগীরা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও সবসময় ভরসা রাখেন সেভিংস অ্যাকাউন্টের উপর। বিশেষ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সেভিংস অ্যাকাউন্ট খোলেন বহু মানুষ। আর তাই জন্য এসবিআই(SBI) কোনরকমের কোন কিছু পরিবর্তন আনলে চিন্তায় পড়ে যান গ্রাহকেরা। তবে এই ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের জন্য সেভিংস অ্যাকাউন্টে এমন কিছু অফার থাকে যেগুলো অন্যান্য ব্যাঙ্কের তরফ থেকে পাওয়া যায় না। চলুন তাহলে এই অ্যাকাউন্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ১) বেসিক সেভিংস অ্যাকাউন্ট: আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা সাধারণত এই অ্যাকাউন্ট করে থাকেন। কেওয়াইসি এ জমা করে খুব সহজে অ্যাকাউন্ট খোলা যায়। চেকের বিশেষ ব্যবস্থা না থাকলেও ডেবিট কার্ড রয়েছে। এই অ্যাকাউন্ট থাকলে গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স মেইনটেইন করতে হয় না। আরোও পড়ুন :  আবারও প্রথম তিনে ঠাঁই হল না ‘অনুরাগের ছোঁয়া’র! Star নাকি Zee, এগিয়ে কে? দেখুন TRP তালিকা ২) স্মল সেভিংস অ্যাকাউন্ট : ১৮ বছরের মধ্যে বৈধ কেওয়া...

ফ্রি ফ্রি ফ্রি! বাড়ি, গাড়ি কিনলেই পাবেন বাড়তি ডিসকাউন্ট, নয়া চমক নিয়ে হাজির SBI-PNB

Image
নেশনহান্ট ডেস্ক : দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ। তবে এখনও উৎসবের মরশুম কিন্তু শেষ হয় নি। বাকি রয়েছে দীপাবলি থেকে শুরু করে ভাইফোঁটা, ধনতেরাসও। এই সময়টায় কেনাকাটা করতে ভালোবাসেন বহু মানুষ। এমনকি গাড়ি বাড়ি কেনার দিকেও নজর দেন আমজনতা। ফলে এই ফেস্টিভ সিজনকে কাজে লাগাতে উঠে পড়ে যায় ব্যাঙ্কগুলোও। বলা বাহুল্য, এইবছরেও তার ব্যতিক্রম হয় নি। সাধারণ মানুষের স্বপ্নপূরণের জন্যেই একের পর এক আকর্ষনীয় অফার নিয়ে এসে সকলকে চমকে দিচ্ছে ব্যাঙ্কগুলি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) এবং ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda) দারুণ কিছু অফার আনল। আপনিও জেনে নিন… আরোও পড়ুন :  হু হু করে নামবে তাপমাত্রা, পৌঁছে যাবে ২০° নীচে! দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় খেল দেখাবে শীত প্রথমেই আলোচনা করা যাক, পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের কথা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা ৮.৭ শতাংশ হারে গাড়ি ঋণ নিতে পারবেন। যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে হোম লোন নিতে চান তারা প্রাথমিকভাবে ৮.৪% হারে গৃহঋণ নিতে পারেন। তবে, খুশির খবর এই যে, ঋণ গ্রহীতাদের প্রসেসিং ফি এবং ডকুমেন...

এবার হবে আসল ধামাকা! SBI'র সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আম্বানি, বিরাট লাভের মুখ দেখবেন গ্রাহকরা

Image
নেশনহান্ট ডেস্ক : এবার সবাইকে অবাক করে দিয়ে হাত মেলালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ও মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রি। যারা নিত্যদিন কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে বড় চমক। শপিং স্যাভিদের কথা মাথায় রেখে এবার বড় সুবিধা আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক ও রিলায়েন্স। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার রিলায়েন্স রিটেইলের সহযোগিতায় রিলায়েন্স এসবিআই ক্রেডিট কার্ড চালু করল। এবার থেকে যে সকল গ্রাহকরা রিলায়েন্সের বিভিন্ন আউটলেট থেকে কেনাকাটা করবেন তারা পাবেন বড় ছাড় এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের মাধ্যমে। চলুন রিলায়েন্স ও এসবিআই এর ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে নেওয়া যাক। আরোও পড়ুন :  বড় পরিবর্তন স্বাস্থ্য সাথী কার্ডে! বেসরকারি হাসপাতালে এই সুবিধা এবার আর পাওয়া যাবে না রিলায়েন্স এসবিআই কার্ড এবং রিলায়েন্স এসবিআই কার্ড প্রাইম, এই দুটি কার্ড লঞ্চ করা হয়েছে মঙ্গলবার। গ্রাহকরা বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন রিলায়েন্স এসবিআই কার্ড প্রাইমের জন্য ও ১,০০,০০০ টাকা ব্যয় করতে পারবেন রিলায়েন্স এসবিআই কার্ডের জন্য। অনেক কিছুই আপনার...