মাত্র ১১ দিনেই বাড়ল ১ লাখ 'ইউজার'! পুজোর মরশুমে নজরকাড়া সাফল্য 'যাত্রীসাথী' অ্যাপের
নেশনহান্ট ডেস্ক : বড় সাফল্যের মুখ দেখল যাত্রী সাথী। হিসাব বলছে এবার এক লাফে এক লাখের কাছাকাছি যাত্রী ব্যবহার করেছেন যাত্রী সাথী অ্যাপ । সব মিলিয়ে শেষ কয়েকটা দিন যাত্রী সাথী অ্যাপ বড় সফলতার মুখ দেখেছে। দুর্গাপুজোর সময় একলাফে অনেকটাই বেড়েছে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৫ অক্টোবর ৫,৩৯,৫৩৫জন যাত্রী নথিভুক্ত করেছিলেন যাত্রী সাথী অ্যাপে। ২৬ তারিখ সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬,৪০,৭৮৬জনে। অর্থাৎ মাত্র ১১ দিনে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১,০১,২৫১জন। বর্তমানে কলকাতার রাজপথে রাজত্ব চালাচ্ছে বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থা। আরোও পড়ুন : ‘আহা কী দেখিলাম!’ ঝকঝকে রোদ্দুরে কাঞ্চনজঙ্ঘা দেখে মুগ্ধ পর্যটকরা, দার্জিলিংয়ে দুর্দান্ত আবহাওয়া ওলা, ওবারের মতো অ্যাপগুলি আসার পর রীতিমতো মার খেতে থাকে হলুদ ট্যাক্সি ও নীল সাদা ট্যাক্সি। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় হলুদ ট্যাক্সি ও নীল সাদা ট্যাক্সি অ্যাপে নিবন্ধীকরণ করার। সরকারের আশা ছিল এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করা আরো সহজ হবে। এরফলে পুরনো জায়গা ফিরে পাবে এই ট্যাক্সি। আরোও পড়ুন : দরকার ন...