Posts

Showing posts with the label Burima

প্রসাদ খেলে হয় ইচ্ছেপূরণ, মানত করা হয় সোনার টিপ দিয়ে! শুনুন, কৃষ্ণনগরের বুড়িমার মাহাত্ম্য

Image
নেশনহান্ট ডেস্ক : বুড়িমা। তিন অক্ষরের এই নামটাই যথেষ্ট। অপূর্ব তার রূপ আর মাহাত্ম্যর কথাতো না বললেই নয়। কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজোর টানে ভিড় জমান আট থেকে আশি। বাংলা নানান জায়গা থেকে মানুষ এসে পুজো দেন। কৃষ্ণনগরের চাষাপাড়ার এই ঠাকুরের আরাধনা অবশ্য করা হয় নবমীর দিন। ২৫১ বছরে এবার পা দিল কৃষ্ণনগরের এই বুড়িমা। কৃষ্ণনগরের মানুষজনদের বিশ্বাস, চাষাপাড়ার এই জগদ্ধাত্রী খুবই জাগ্রত। শুধু তাই নয়, মায়ের প্রসাদ থেকে শুরু করে মায়ের সাজে সোনার টিপের ব্যবহার, এমনকি কৃষ্ণনগরের স্বর্ণ ব্যবসায়ীদের আর্থিক শ্রীবৃদ্ধি- এই সবকিছু নিয়েই প্রচলিত আছে নানান কাহিনী। আজকের প্রতিবেদনে আমরা লোকমুখে প্রচলিত তেমন কিছু বিষয়কে তুলে ধরব। আরোও পড়ুন :  চন্দ্রযান ৩’র পর নয়া পরিকল্পনা ISRO’র! এবার চাঁদে পা রাখবে মানুষ, কোমর বেঁধে নামছে ভারত এই পুজোয় ঠাকুরকে এত সুন্দর করে সাজানো হয় যে প্রতিমা দর্শনের জন্য লম্বা লাইন পড়ে যায়। পুলিশ পাহারায় মাকে গহনা পরানো হয়। শোনা যায় এখানে দেবীকে ৩০ ভরি ওজনের সোনার মুকুট ও ৫০ ভরি ওজনের টায়রা টিকলি দিয়ে সাজানো হয়। হাতে থাকে সোনার বালা ও গলায় সোনার সীতাহার। এই পুজোর...