ISRO'র মিশনেই ভাগ্যবদল, চন্দ্রযান ৩ সফল হতেই ধনকুবের হয়ে গেলেন এই প্রৌঢ়! কাহিনী অবাক করবে
নেশনহান্ট ডেস্ক : ভারতের মহাকাশ গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ এর সাফল্যের পর ভারতের মহাকাশ সংস্থা সৃষ্টি করেছে নতুন ইতিহাস। এই মিশনের সফলতায় ভারত সারা বিশ্বের মহাকাশ গবেষণায় পেয়েছে চূড়ান্ত সম্মান। তবে ইসরোর চন্দ্রযান ৩ প্রজেক্টে কপাল খুলে গিয়েছে এক ইঞ্জিনিয়ার রমেশ কুনহিকান্নানেরও। মাইসোরের কেইনস টেকনোলজির ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার ও প্রতিষ্ঠাতার কথা আমরা আলোচনা করছি আজ। চন্দ্রযান ৩ প্রকল্পে যন্ত্রপাতি সরবরাহ করার দায়িত্ব পেয়েছিল এই সংস্থা। মিশনের ইলেকট্রিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে। রোভার ও ল্যান্ডারের সাথে যে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি রয়েছে সেটি এই সংস্থার সরবরাহ করা। আরোও পড়ুন : শীত পড়তেই পাল্টি খাবে আবহাওয়া? বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজবে এই জায়গাগুলো, বড়সড় আপডেট IMD’র এমনটাই প্রকাশ পেয়েছে ফোর্বসের রিপোর্টে। Kaynes Technology Ltd এর শেয়ার গত দশ মাসের মধ্যে তিন গুণ হয়েছে। চন্দ্রযান ৩ প্রকল্পের সফলতায় এই কোম্পানির ইঞ্জিনিয়ার ও প্রতিষ্ঠাতা এখন কোটিপতি। গত বছর নভেম্বর মাসের তুলনায় বর্তমানে এই কোম্পানির শেয়ার দর বৃদ্ধি...