বাড়িতে একেবারেই অসম্ভব এই কালীর পুজো! মায়ের আরাধনার নিয়ম জানেন?
নেশনহান্ট ডেস্ক : কালীপুজো আসন্ন। চারদিকে চলছে তারই প্রস্তুতি। বিভিন্ন বারোয়ারি জায়গা ছাড়াও অনেক বাড়িতেই মা কালীর আরাধনা হয়ে থাকে। তবে বাড়িতে কালী পুজো করলে মানতে হয় বিশেষ কিছু নিয়ম। শাস্ত্র মতে কিছু কালী মূর্তি রয়েছে যেগুলি বাড়িতে পুজো করা যায় না। কিছু কিছু কালীমূর্তি রয়েছে যেগুলি পুজো করতে গেলে মানতে হয় বিশেষ রীতি ও নিয়ম। দেবী মধুসুন্দরীকে অনেকেই পুজো করেন বাড়িতে। মা কালীর একটি রূপ দেবী মধুসুন্দরী। অনেকে আরাধনা করে থাকেন শক্তি বিগ্রহের। শ্মশানের মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয় শক্তি বিগ্রহের ক্ষেত্রে। পুজোর দিনই মায়ের মূর্তি বিসর্জন দিয়ে দিতে হয়। এই প্রতিমার থাকে তিনটি মাথা। বাড়িতে করা হয় না রক্ষাকালী পুজো। আরোও পড়ুন : চান্দু-নিজাম-মমতাজরাই পুজোর মাথা! জলপাইগুড়ির এই শ্মশানকালী আরাধনা দেয় এক বিশেষ বার্তা এই পুজো বাড়ির বাইরে অথবা পাড়ার মোড়ে হয়। বাড়ির মধ্যে হয় তারা মায়ের পুজো। ধুমাবতীর পুজো অনেকে করে থাকেন। অনেকেই রয়েছেন তন্ত্র মতে কালী সাধনা করে থাকেন। তারা ছিন্নমস্তার আরাধনা করেন। তবে বাড়ির মধ্যে করা যায় না ছিন্নমস্তার পুজো। এই পুজো করতে হয় বাড়ির বা...