১৮ দিন ব্যাংক বন্ধ ডিসেম্বরে! আগেভাগেই জেনে নিন ছুটির তালিকা, নাহলেই বাড়বে বিপত্তি
নেশনহান্ট ডেস্ক : শেষ হতে চলেছে নভেম্বর মাস। আর কিছুদিন পর বছরের শেষ মাস ডিসেম্বর শুরু হয়ে যাবে। নভেম্বরে একাধিক ছুটি ছিল সরকারি ও বেসরকারি অফিসে। কালীপুজো, দীপাবলি, ছটপুজো উপলক্ষে বন্ধ ছিল সরকারি-বেসরকারি ব্যাংকও। নভেম্বর মাসে একাধিক ছুটি থাকায় সমস্যায় পড়তে হয়েছিল বহু গ্রাহককে। তবে আপনাদের জানিয়ে রাখি ডিসেম্বর মাসেও রয়েছে ব্যাংকের একাধিক ছুটি। সাধারণ ছুটির পাশাপাশি রয়েছে ব্যাংক ধর্মঘট। ডিসেম্বরে একাধিক দিন ব্যাংক বন্ধ থাকায় ফের হয়রানির শিকার হবেন গ্রাহকরা। ব্যাংক ইউনিয়নগুলি ডাকে ডিসেম্বর মাসে ৬ দিন ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শনি-রবিবার মিলিয়ে ডিসেম্বর মাসে মোট ১৮ দিন বন্ধ থাকবে ব্যাংক। আরোও পড়ুন : মাত্র দেড় মাস, পাল্টে গেল ‘মিলি’র সময়! কোন ধারাবাহিকের স্লট কাড়ল অনুভব-খেয়ালির এই মেগা? কবে দেশের কোথায় ব্যাংক বন্ধ থাকবে সেই তালিকা একবার দেখে নেওয়া যাক। ১ ডিসেম্বর, ২০২৩: অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে রাজ্য দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। ৩ ডিসেম্বর, ২০২৩: রবিবার, সাধারণ ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ। ৪ ডিসেম্বর, ২০২৩: সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ফেস্ট উপলক্ষে গোয়ায় ব্...