Posts

Showing posts with the label Kanchan Mallick

তাড়া নেই শ্যুটিংয়ে যাওয়ার! একান্তে কীভাবে সময় কাটাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী ?

Image
নেশনহান্ট ডেস্ক: কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj), এখন সমাজমাধ্যমে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। পার্টি হোক কিংবা পুজো মণ্ডপ, আজকাল দুটিকে সব জায়গাতেই দেখা যাচ্ছে একসাথে। সম্প্রতি কাঞ্চন-শ্রীময়ীকে একসাথে দেখা গেছে জগদ্ধাত্রী পুজোতেও। তাঁরা সেই ছবি ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমেও।কাঞ্চন নিজের বাড়িতে কালীপুজোর আয়োজন করেন। সেই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের বাড়ির কালীপুজোতে তিনি একাধিক দায়িত্ব পালনও করেছেন। পুজোর জোগাড় থেকে শুরু করে ভোগ রান্না, সবেতেই নেতৃত্ব দিয়েছেন শ্রীময়ী। আরোও পড়ুন:  দুর্দান্ত অফার! গ্যাস সিলিন্ডার কিনলেই এবার ডিসকাউন্ট পাবেন ৫০ টাকা, বুকিং করুন এই উপায়ে এবার এই জুটিকে একসাথে দেখা গেল পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর বাড়ির জগদ্ধাত্রী পুজোয়। তারপর সেখান থেকে তাঁরা যান ইন্দ্রাণী দত্তর বাড়ির পুজোতেও। সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তাঁরা। কাঞ্চন ও শ্রীময়ী অফিসিয়ালি তাঁদের সম্পর্ককে শিলমোহর দেননি। কিন্তু জনসমক্ষে এনাদের জুটি সবার নজর কেড়েছে। আরোও পড়ুন :  রিচার্জ করতে হবে না টান...

একই রংয়ের পোশাক! রাত পার্টিতে কাঞ্চনকে চোখে হারালেন শ্রীময়ী, গোপনীয়তা আলগা করছেন এই জুটি?

নেশনহান্ট ডেস্ক : একটা সময় তাদের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হয়েছে সমাজ মাধ্যমে। তবে নিজের মেন্টার থেকে শুরু করে ভালো বন্ধু, কাঞ্চনকে তিনি বলে ফেলেছিলেন সব ধরনের উপমাই। কিছুদিন আগে তারা জুটি বেঁধে গিয়েছিলেন সিনেমা দেখতে। এবার রক্তবীজের সাকসেস পার্টিতে তারা একসাথেই গেলেন। তবে সবার নজর কাড়ল এই জুটির একই রঙের পোশাক। কথা হচ্ছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। কাঞ্চন মল্লিক রক্তবীজ ছবিতে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। পুজোয় মুক্তি পাওয়া এই ছবিটি বেশ ভালই ব্যবসা করছে গোটা বাংলা জুড়ে। শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত এই ছবিটি ভালো টক্কর দিয়েছে বিগ বাজেট ফিল্ম বাঘাযতীনকেও। আরোও পড়ুন :  খরচ খুব সামান্য! দেখা মিলবে অপরূপ পাহাড় আর সবুজের গালিচার, ঢুঁ মেরে আসুন এই গ্রামে সম্প্রতি এই ছবির সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কাঞ্চন মল্লিক পৌঁছেছিলেন চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টোরাজকে সাথে নিয়ে। তবে এই দুজনকে দেখে অনেকেই বলছেন তারা হয়ত প্ল্যান করে একই রংয়ের পোশাক পরে এসেছেন। দুজনের নীল রঙের পোশাক সবার নজর কেড়েছে। এই অনুষ্ঠানে মাঝেমধ্যেই দেখা গেছে শ্রীময়ীর মুখে...