Posts

Showing posts with the label Alia Bhatt

স্রেফ বাচ্চার জন্য বিয়ে করেছিলেন সইফ! এত বছর পর পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক করিনা

Image
নেশনহান্ট ডেস্ক : গত ১১ বছর ধরে জমিয়ে সংসার করছেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। ২ পুত্রকে নিয়ে তাদের ভরা সংসার এখন। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতি শুরু থেকেই বেশ চর্চায় রয়েছেন। যেকোনো পরিস্থিতিতে এই দম্পতি একে অপরের পিঠ চাপরে সাহস জোগান। তবে এবার করিনা কাপুর ফাঁস করলেন কেন তিনি বিয়ে করেছিলেন সইফকে। সম্প্রতি কফি উইথ করনে এসেছিলেন করিনা। সেখানেই তিনি এই কথা ফাঁস করেন। সইফ আলি খান এবং করিনা কাপুর খান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১২ সালে। বিয়ের আগে পাঁচ বছর তারা লিভ ইন  সম্পর্কে ছিলেন। এতদিন লিভ ইন করার পর কেন তারা বিয়ে করলেন সেই বিষয়টি এবার সবার সামনে আনলেন করিনা। আরোও পড়ুন :  এই মাসে বাড়বে DA! সামনে এল বড়সড় আপডেট, উৎসবের আবহে হাসি ফুটল সরকারি কর্মীদের অনুষ্ঠানে সঞ্চালক করন জোহারকে করিনা বলেন, “আজকাল সন্তান নেওয়ার জন্য লোকজন বিয়ে করে তাই না? নয়ত আজকালকার দিনে লিভ ইন তো করাই যায়। একসাথে পাঁচ বছর থেকেছি আমি আর সইফ। তারপর সন্তান নিতে চেয়েছিলাম বলে আমরা বিয়ে করেছিলাম।” জেহ এবং তৈমুর, দুই সন্তান রয়েছে এই দম্পতির। আরোও পড়ুন :  এবার স্টারলিঙ্ককে কিস্তিমাত করবে J...

রেহাই দেননি নিজের মেয়েকেও! টাকার বিনিময়ে আলিয়াকে দিয়ে এই কাজগুলোও করাতেন মহেশ ভাট

Image
নেশনহান্ট ডেস্ক : বলিউড বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক গ্ল্যামার ওয়ার্ল্ড এর ছবি। কিন্তু প্রদীপের নিচেই যে অন্ধকার থাকে সেটা আমরা অনেক সময় ভুলে যাই। বলিউডের একদিকে যেমন চাকচিক্যে ভরা, অন্যদিকটা তেমনই অন্ধকার। বলিউডে এমন হাজারো বিতর্ক রয়েছে যেগুলি বছরের পর বছর ধরে খবরের হেডলাইনস হয়েছে। বলিউডের অন্যতম বিতর্কিত চরিত্রগুলির একজন হলেন পরিচালক মহেশ ভাট। একটা সময় বড় মেয়ে পূজা ভাটকে চুম্বন করা থেকে শুরু করে একাধিক বিবাহ, মহেশ ভাট মানেই বিতর্কের এক অন্য নাম। সম্প্রতি তাঁর ছোট কন্যা আলিয়া ভাট এক ইন্টারভিউতে এমন একটি কথা বলেছেন যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।  আরোও পড়ুন :  পাঠ্যপুস্তক নিয়ে এবার বড়সড় পরিকল্পনা! স্কুলশিক্ষা দপ্তরের সিদ্ধান্তে কতটা লাভ হবে রাজ্যের পড়ুয়াদের ? কিছুদিন আগে আলিয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি বাবার সব কথা শুনতাম অর্থের জন্য। অর্থের বিনিময়ে আমাকে দিয়ে বাবা সব কাজ করিয়ে নিত।” এরপরই আলিয়া ভাট বলেন, “আমাকে বাবা ৫০০ টাকার বিনিময় হাত পা টিপিয়ে নিত।” প্রসঙ্গত মহেশ ভাটও একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, অর্থের বিনিময়ে তিনি তাঁর মে...