স্রেফ বাচ্চার জন্য বিয়ে করেছিলেন সইফ! এত বছর পর পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক করিনা
নেশনহান্ট ডেস্ক : গত ১১ বছর ধরে জমিয়ে সংসার করছেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। ২ পুত্রকে নিয়ে তাদের ভরা সংসার এখন। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতি শুরু থেকেই বেশ চর্চায় রয়েছেন। যেকোনো পরিস্থিতিতে এই দম্পতি একে অপরের পিঠ চাপরে সাহস জোগান। তবে এবার করিনা কাপুর ফাঁস করলেন কেন তিনি বিয়ে করেছিলেন সইফকে। সম্প্রতি কফি উইথ করনে এসেছিলেন করিনা। সেখানেই তিনি এই কথা ফাঁস করেন। সইফ আলি খান এবং করিনা কাপুর খান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১২ সালে। বিয়ের আগে পাঁচ বছর তারা লিভ ইন সম্পর্কে ছিলেন। এতদিন লিভ ইন করার পর কেন তারা বিয়ে করলেন সেই বিষয়টি এবার সবার সামনে আনলেন করিনা। আরোও পড়ুন : এই মাসে বাড়বে DA! সামনে এল বড়সড় আপডেট, উৎসবের আবহে হাসি ফুটল সরকারি কর্মীদের অনুষ্ঠানে সঞ্চালক করন জোহারকে করিনা বলেন, “আজকাল সন্তান নেওয়ার জন্য লোকজন বিয়ে করে তাই না? নয়ত আজকালকার দিনে লিভ ইন তো করাই যায়। একসাথে পাঁচ বছর থেকেছি আমি আর সইফ। তারপর সন্তান নিতে চেয়েছিলাম বলে আমরা বিয়ে করেছিলাম।” জেহ এবং তৈমুর, দুই সন্তান রয়েছে এই দম্পতির। আরোও পড়ুন : এবার স্টারলিঙ্ককে কিস্তিমাত করবে J...