এখানে মহিলার বেশে জগদ্ধাত্রী পুজো করেন পুরুষরা! অবাক লাগছে? বঙ্গেই আছে এমন অদ্ভুত নিয়ম
নেশনহান্ট ডেস্ক : কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আবার এই পার্বণগুলোর মধ্যে রয়েছে একাধিক পুজো। সাধারণত এই পুজোর সমস্ত রীতি ও আচার পালন করেন মহিলারাই। ঠাকুর মশাইয়ের সাথে আনুষঙ্গিক কাজ করা থেকে শুরু করে অন্যান্য উপাচার, পুজোর সবকিছুতেই মহিলাদের গুরুত্ব অপরিসীম। কিন্তু বাংলার এমন একটি জায়গা রয়েছে যেখানে এই চিত্রটা খানিকটা ব্যতিক্রমী। কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজোয় দেবীকে বরণ করা থেকে শুরু করে অন্যান্য আচার পালন, সবটাই করেন পুরুষেরা। তবে তারা পুরুষ বেশে নয়, এইসব কাজ করে থাকেন মহিলা বেশে। এখানকার মহিলারা জগদ্ধাত্রী পূজার আগের দিন পুরুষদের পরিয়ে দেন শাড়ি। আরোও পড়ুন : এবার খেলা দেখাতে আসছে শীত! দক্ষিণবঙ্গের এই জেলাগুলির তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নিচে এরপর অত্যন্ত নিষ্ঠার সাথে পুরুষরাই সমস্ত নিয়ম পালন করেন। বিশেষ এই ধরনের পুজো প্রচলিত হয়ে আছে কৃষ্ণনগরের মালোপাড়ায়। এখানকার ছেলেরা শাড়ি পরে পুজোর জন্য জল ভরতে যান। এখানে পূজিত হন দেবী জলশ্বেরী। তবে এই পুজার যে আকর্ষণ শুধু পুরুষদের নারী বেশ ধারণা সেটা কিন্তু নয়। আরোও পড়ুন : দুর্দান্ত খবর রেলের! শিয়ালদার ৩টি লেডি...