Posts

Showing posts with the label Laptop

মোবাইল-ল্যাপটপ নিয়ে ট্রেনে চাপলে লাগবে অনুমতি! নতুন নিয়ম আনছে রেল, না জানলেই বিপত্তি

Image
নেশনহান্ট ডেস্ক : রেলওয়ে রেড টারিফ রুল, 2000 কে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পরিবর্তন করা হয়। তারপরেই লিথিয়াম, লিথিয়াম-আয়ন ব্যাটেরি ও এই জিনিসগুলি দিয়ে তৈরি বিভিন্ন পণ্য রেলে পরিবহনের অনুমতি দেওয়া হয়। তবে এবার নতুন নিয়ম বলবৎ হচ্ছে লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটেরি পরিবহণের ক্ষেত্রে। রেলের এই পদক্ষেপের ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় মোবাইল ফোন, ল্যাপটপ ও ছোটো বৈদ্যুতিক গাড়ি-সহ বিভিন্ন জিনিস রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে পাঠানো সম্ভব হচ্ছে। জানা গিয়েছে, লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটেরি পরিবহণ করার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে করতে হবে প্যাকেজিং। আরোও পড়ুন :  বাবা-মেয়ের সম্পর্ক নিয়েও কেচ্ছা! উত্তরকুমার সুপ্রিয়া কন্যার সাথে যা করেছিলেন, সত্যি জানলে কষ্ট লাগবে লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটেরি পরিবহন করতে হলে ৪৮ ঘন্টা আগে সেই বিষয়ে জানাতে হবে রেলকে। রেলের এক কর্তা জানিয়েছেন, এই জিনিসগুলি পরিবহন করার জন্য আগে থেকে রেল কর্তাদের দ্বারা পরীক্ষা করাতে হবে। একই সাথে এই জিনিসগুলি সঠিক ক্লাসিফিকেশনের ব্যবস্থা করবে রেল। আরোও পড়ুন :  উত্তরবঙ্গে লুকোনো স্বর্গ, সামান্য খরচে ঘুরে আসুন এই হিল ...