Posts

Showing posts with the label Tourists

লাগবে না ভিসা, ভারত থেকে মালয়েশিয়া যাওয়া এখন আরও সোজা! হয়ে গেল বড় ঘোষণা

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। বিশেষ করে দেশের (India) ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। এমনিতেই ভারতীয়দের কাছে বিদেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন হল মালয়েশিয়া (Malaysia)। এমনকি, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে রয়েছে বহু ভারতীয় বংশোদ্ভূতদের বাসও। এমতাবস্থায়, রবিবার রাতে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন যে, এবার থেকে ভারতীয় পর্যটকরা বিনা ভিসাতেই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। শুধু তাই নয়, ইব্রাহিম আরও জানান ভারত থেকে বিনা ভিসায় মালয়েশিয়ায় গিয়ে ভারতীয়রা সর্বোচ্চ ১ মাস পর্যন্ত থাকতে পারবেন। এদিকে, আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম। অর্থাৎ, আগামী মাসের শুরু থেকেই ভারতীয়রা বিনা ভিসাতেই সফর করতে পারবেন মালয়েশিয়াতে। উল্লেখ্য যে, এর আগে পর্যটন ক্ষেত্র থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে থাইল্যান্ড জানিয়েছিল, ভারতীয়দের বিনামূল্যে ভিসা দেওয়া হবে। এমতাবস্থায়, গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ সুযোগ। যেটি বজায় থাকবে আগামী বছরের ১০ মে পর্যন্ত। এবার ভারতীয়রা বিনা ভিসাতেই পৌঁছতে পারবেন মা...

এই দেশে অবতরণ করলেই ভারতীয়দের দিতে হয়ে ১ লক্ষের ট্যাক্স, কারণ জানলে হয়ে যাবেন "থ"

Image
নেশন হান্ট ডেস্ক: আপনি যদি একজন ভারতীয় (Indian) হন এবং মধ্য আমেরিকার (Central America) দেশগুলিতে ভ্রমণের পরিকল্পনা করে এই দেশের মধ্যে দিয়ে আমেরিকা যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আরও একবার ভেবে দেখতে হবে আপনাকে। কারণ, আমরা যে দেশটির বিষয়ে আপনাদের জানাবো সেটি একটি ছোট দেশ হলেও তারা এক সাহসী পদক্ষেপ নিয়েছে। মূলত, ওই দেশটি ভারত এবং আফ্রিকান দেশ থেকে আসা পর্যটকদের ওপর ট্যাক্স আরোপ করেছে। এমতাবস্থায়, মধ্য আমেরিকার ওই দেশটির নাম হল এল সালভাদোর (El Salvador)। ওই দেশটিতে অবতরণ করলেই আফ্রিকা বা ভারত থেকে আসা যাত্রীদের কাছ থেকে ১,০০০ ডলার অর্থাৎ প্রায় ৮৩,০০০ টাকা ট্যাক্স নেওয়া হয়। জানা গিয়েছে, মধ্য আমেরিকার দেশ দিয়ে আমেরিকায় অভিবাসন বন্ধ করার জন্য এই প্রচেষ্টা। পাশাপাশি, ভারত সহ আফ্রিকার ৫৭ টি দেশের পাসপোর্টে ভ্রমণকারীদের জন্য এই নিয়ম লাগু রয়েছে। এই প্রসঙ্গে এল সালভাদোরের পোর্ট অথরিটি গত ২০ অক্টোবর তাদের ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, ভারত সহ ৫০-টিরও বেশি আফ্রিকান দেশের যেকোনো একটির পাসপোর্টে ভ্রমণকারীদের ১,০০০ ডলার ট্যাক্স দিতে হবে। এছাড়া, ভ্যাটের পরিমাণ আলাদাভাবে দিতে ...