পথেই চালান স্কুল! সেই 'রাস্তার মাস্টার' এবার বিশ্বের সেরা ১০ শিক্ষকের তালিকায়, বিশেষ স্বীকৃতি ইউনেস্কোর
নেশনহান্ট ডেস্ক : হেমন্ত বাবু তার গানে গানে বলেছিলেন “বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও…।” আসলে পথের সাথীকে চেনার জন্য প্রয়োজন হয় পথের। আবার সবার সাথী সবাই হতেও পারে না। শিক্ষকের চিরকালীন সাথী তার পড়ুয়ারা। তাই বাংলার এই শিক্ষক পড়ুয়াদের সন্ধানে চার দেয়ালের ঘর থেকে বেরিয়ে এসেছেন পথে। খোলা রাস্তায় এই শিক্ষকের শিক্ষকতায় ভরে ওঠে আকাশ-বাতাস। পড়ুয়াদের কবিতার ছন্দে নেচে ওঠে নাম না জানা অসংখ্য পাখি। শুধু প্রথাগত শিক্ষা নয়, এই মাস্টার আদিবাসী সম্প্রদায়ের শিশুদের দিচ্ছেন জীবনের পাঠ। এবার ইউনেস্কোর পক্ষ থেকে বাংলার এই মাস্টারকে সেরা ১০ শিক্ষকের তালিকায় স্থান দেওয়া হল। ইউনেস্কোর গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড বাংলার এই শিক্ষক এবার পেতে চলেছেন একমাত্র ভারতীয় হিসেবে। আরোও পড়ুন : ১০ টাকার মাল বিক্রি ১০০ টাকায়, সারা বছরই থাকে বিপুল চাহিদা! এই ব্যবসায় অল্পদিনেই হবেন লাখপতি দীপনারায়ণ নায়েক পরিচিত ‘রাস্তার মাস্টার’ হিসেবে। প্যারিসে ইউনেস্কোর জেনারেল অ্যাসেম্বলিতে বিশ্বের সেরা শিক্ষকের নাম ঘোষণা করা হবে আগামী ৮ নভেম্বর। সেখানেই সেরা ১০ শিক্ষকের তালিকায় মনোনয়ন পেয...