অর্থনীতির ক্ষেত্রে নয়া ইতিহাস ভারতের! প্রথমবার GDP অতিক্রম করল ৪ ট্রিলিয়ন ডলারের গন্ডি
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের অর্থনীতি (Indian Economy) প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারের গন্ডি অতিক্রম করেছে। এর ফলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। শুধু তাই নয়, ভারতের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকও বটে। গভীর রাতে তৈরি হল নজির: GDP লাইভের পরিসংখ্যান অনুযায়ী, ভারত গত ১৮ নভেম্বর রাতে এই মাইলফলক অর্জন করেছে। ওইদিন রাত সাড়ে ১০ টায়, ভারতের GDP-র আকার প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। আর এর মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। আপাতত চতুর্থ স্থানে থাকা জার্মানি এবং ভারতের GDP-র মধ্যে পার্থক্য খুবই কম। বিশ্বের বৃহত্তম অর্থনীতি: উল্লেখ্য যে, বর্তমানে আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। আমেরিকার অর্থনীতির বর্তমান আকার ২৬.৭ ট্রিলিয়ন ডলার। এরপর ১৯.২৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ চিন। জাপান ৪.৩৯ ট্রিলিয়ন ডলারের GDP নিয়ে তৃতীয় স্থানে...