Posts

Showing posts with the label Dollar

অর্থনীতির ক্ষেত্রে নয়া ইতিহাস ভারতের! প্রথমবার GDP অতিক্রম করল ৪ ট্রিলিয়ন ডলারের গন্ডি

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের অর্থনীতি (Indian Economy) প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারের গন্ডি অতিক্রম করেছে। এর ফলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। শুধু তাই নয়, ভারতের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকও বটে। গভীর রাতে তৈরি হল নজির: GDP লাইভের পরিসংখ্যান অনুযায়ী, ভারত গত ১৮ নভেম্বর রাতে এই মাইলফলক অর্জন করেছে। ওইদিন রাত সাড়ে ১০ টায়, ভারতের GDP-র আকার প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। আর এর মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। আপাতত চতুর্থ স্থানে থাকা জার্মানি এবং ভারতের GDP-র মধ্যে পার্থক্য খুবই কম। বিশ্বের বৃহত্তম অর্থনীতি: উল্লেখ্য যে, বর্তমানে আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। আমেরিকার অর্থনীতির বর্তমান আকার ২৬.৭ ট্রিলিয়ন ডলার। এরপর ১৯.২৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ চিন। জাপান ৪.৩৯ ট্রিলিয়ন ডলারের GDP নিয়ে তৃতীয় স্থানে...

এই দেশে অবতরণ করলেই ভারতীয়দের দিতে হয়ে ১ লক্ষের ট্যাক্স, কারণ জানলে হয়ে যাবেন "থ"

Image
নেশন হান্ট ডেস্ক: আপনি যদি একজন ভারতীয় (Indian) হন এবং মধ্য আমেরিকার (Central America) দেশগুলিতে ভ্রমণের পরিকল্পনা করে এই দেশের মধ্যে দিয়ে আমেরিকা যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আরও একবার ভেবে দেখতে হবে আপনাকে। কারণ, আমরা যে দেশটির বিষয়ে আপনাদের জানাবো সেটি একটি ছোট দেশ হলেও তারা এক সাহসী পদক্ষেপ নিয়েছে। মূলত, ওই দেশটি ভারত এবং আফ্রিকান দেশ থেকে আসা পর্যটকদের ওপর ট্যাক্স আরোপ করেছে। এমতাবস্থায়, মধ্য আমেরিকার ওই দেশটির নাম হল এল সালভাদোর (El Salvador)। ওই দেশটিতে অবতরণ করলেই আফ্রিকা বা ভারত থেকে আসা যাত্রীদের কাছ থেকে ১,০০০ ডলার অর্থাৎ প্রায় ৮৩,০০০ টাকা ট্যাক্স নেওয়া হয়। জানা গিয়েছে, মধ্য আমেরিকার দেশ দিয়ে আমেরিকায় অভিবাসন বন্ধ করার জন্য এই প্রচেষ্টা। পাশাপাশি, ভারত সহ আফ্রিকার ৫৭ টি দেশের পাসপোর্টে ভ্রমণকারীদের জন্য এই নিয়ম লাগু রয়েছে। এই প্রসঙ্গে এল সালভাদোরের পোর্ট অথরিটি গত ২০ অক্টোবর তাদের ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, ভারত সহ ৫০-টিরও বেশি আফ্রিকান দেশের যেকোনো একটির পাসপোর্টে ভ্রমণকারীদের ১,০০০ ডলার ট্যাক্স দিতে হবে। এছাড়া, ভ্যাটের পরিমাণ আলাদাভাবে দিতে ...