Posts

Showing posts with the label Unihertz Tank 3

হার মানবে পাওয়ার ব্যাঙ্কও! একবার চার্জ দিলেই চলবে ৭৫ দিন, এই ফোনের ফিচার্স এবং দাম চমকে দেবে

Image
নেশন হান্ট ডেস্ক: চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড Unihertz খুব একটা জনপ্রিয় নয়। এই কোম্পানি বেশিরভাগই QWERTY কিবোর্ড যুক্ত ফোন বাজারে নিয়ে আসে। কিন্তু এবার কোম্পানি লঞ্চ করেছে শক্তিশালী ব্যাটারি যুক্ত একটি দুর্দান্ত স্মার্টফোন। এটি সেই একই কোম্পানি যেটি Unihertz Luna নামের একটি ফোন চালু করেছিল। যা ছিল Nothing Phone (1)-এর ক্লোন। এখন কোম্পানি তার দুর্ধর্ষ একটি স্মার্টফোন লঞ্চ করেছে। যেটি পাওয়ার ব্যাঙ্কের চেয়ে বেশি ব্যাটারি দেয়। ফোনটির নাম হল Unihertz Tank 3। বর্তমান প্রতিবেদনে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। ব্যাটারি: ফোনটির অন্যতম আকর্ষণ হল এর ব্যাটারি। এই 5G ফোনে রয়েছে 23,800mAh-এর শক্তিশালী ব্যাটারি। ফুল চার্জে এটি 1800 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম, 118 ঘন্টার কল, 98 ঘন্টার মিউজিক প্লেব্যাক, 48 ঘন্টার ভিডিও প্লেব্যাক এবং 38 ঘন্টার গেমিং ব্যাকআপ প্রদান করে। পাশাপাশি, এই ফোনটি 120W-এর ফাস্ট চার্জিংও সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে, ফোনটি 90 মিনিটে 0 থেকে 90 শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে। ফিচার্স: Unihertz Tank 3 একটি স্মার্টফোনে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশ...