WBPSC মাধ্যমে প্রচুর চাকরি! কপাল খুলে যাবে কর্মপ্রার্থীদের, দেখুন কিভাবে আবেদন করবেন

নেশনহান্ট ডেস্ক : আপনি কি চাকরি খুঁজছেন? আপনার জন্য তাহলে বড় সুখবর নিয়ে এসেছে WBPSC। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। আপনি যদি পাবলিক সার্ভিস কমিশনের চাকরির ব্যাপারে ইচ্ছুক হন তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে সম্প্রতি। যে পদে নিয়োগ করা হবে সেই পদে রয়েছে আকর্ষণীয় মাসিক বেতন। এই পদে আবেদনের বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

বিজ্ঞপ্তি নং- 12/2023

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 16.10.2023

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা WBPSC

বয়স: এই পদে সর্বোচ্চ 45 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরোও পড়ুন : শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো

মাসিক বেতন: এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক 95,100 থেকে 1,48,000 টাকা বেতন দেওয়া হবে।

পদের নাম: ডিরেক্টর, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট

আবেদন পদ্ধতি: এই পদে যারা আবেদনে ইচ্ছুক তাদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে লগইন করতে। এরপর প্রয়োজনীয় তথ্য সহ ফরম ফিলাপ করতে হবে। ছবি ও স্বাক্ষর সহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে ওয়েবসাইটে। এরপর জমা করতে হবে আবেদন ফি। ফি জমা করার পর সম্পূর্ণ হবে আবেদন। ভবিষ্যতের জন্য অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন আবেদন পত্র ও রিসিপ্ট।

 022238a8 5852 11ea 9f40 2bfe36999fc5 1646374359634

নিয়োগ পদ্ধতি: এই পদে নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শর্ট লিস্টেড করা হবে। এরপর নেওয়া হবে ইন্টারভিউ। ইন্টারভিউ পদ্ধতিতে উত্তীর্ণ হলে প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।

আবেদন মূল্য: 210 টাকা

আবেদনের সময়সীমা:  31/10/2023 তারিখ থেকে 21/11/2023 তারিখ পর্যন্ত।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো