আবহাওয়া চোখ পাল্টি, শীত কাটিয়ে ফিরছে বৃষ্টি! দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসার সম্ভাবনা

নেশনহান্ট ডেস্ক : আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক দিন বাংলার আবহাওয়া থাকবে শুষ্ক। ওয়েদার বুলেটিন অনুযায়ী আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৩-৪ দিনে ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।

আরোও পড়ুন : বাড়তে পারে LPG’র ভর্তুকি! দিপাবলীর আগেই নয়া আপডেট, আমজনতার কপাল খোলার ইঙ্গিত

এরই সাথে শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শুক্র ও শনিবার হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আপাতত বৃষ্টির আশঙ্কা নেই বলে জানা গেছে।

thunderstorm photo

রাজ্যে উত্তর-পূর্ব দিক থেকে আর্দ্র বাতাস ঢুকছে। মেঘ সরলে দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ আরো বেশি করে অনুভূত হবে। উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা – দার্জিলিং এবং কালিম্পঙে ২ তারিখ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।

Comments

Popular posts from this blog

latest news

শেষ ১০'এ নাম উঠলেও সত্যি হল না স্বপ্ন! Global Teacher Prize হাতছাড়া বাংলার ‘রাস্তার মাস্টারে’র

অনন্য নজির বঙ্গ কন্যার! পরিশ্রম আর অধ্যাবসায়েই মাত্র ২৩ বছরে UPSC তে নজরকারা সাফল্য