এবার সহজেই কনফার্ম হবে ওয়েটিং লিস্টে থাকা টিকিটও! কিভাবে সম্ভব? দেখুন

নেশনহান্ট ডেস্ক : খুব শীঘ্রই আসতে চলেছে শীত। আর শীতের মৌসুম মানেই ঘুরতে বেরিয়ে পড়া। শীত এলেই মনটা উরু উড়ু করে ওঠে প্রত্যেকের। বিশেষ করে ডিসেম্বর-জানুয়ারি মাসে পর্যটকদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। তাই এই সময়টাতে ট্রেনের টিকিট পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। আগে থেকে যাদের প্ল্যান করা থাকে তারা দু-তিন মাস আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখেন।

আবার হঠাৎ করে কোথাও যেতে হলে ভরসা রাখতে হয় তৎকাল টিকিটের উপর। কিন্তু ছুটির মৌসুমে তৎকাল টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। ফলে ওয়েটিং লিস্টে চলে যেতে পারে সেই টিকিটও। কিন্তু জানেন একটি বিশেষ উপায় আপনারা কনফার্ম করতে পারবেন ওয়েটিং লিস্টে থাকা টিকিট? HO কোটায় ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম করা যায়।

আরোও পড়ুন : কেটে যাবে জীবনের অন্ধকার, আসবে সুখ, সমৃদ্ধি! কালীপুজোর সময় মাথায় রাখুন এই কয়েকটি নিয়ম

HO মূলত বলা হচ্ছে রেল আধিকারিক, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, উচ্চ আদালতের বিচারপতি-সহ বিশিষ্ট পদাধিকারীদের। এনাদের জন্য বিশেষভাবে সংরক্ষণ থাকে দূরপাল্লার ট্রেন গুলিতে। উচ্চ পদাধিকারী বিশিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকে HO কোটা। কিন্তু কিছু শর্তের প্রেক্ষিতে সাধারণ মানুষের সুবিধা পেতে পারেন এই কোটার। ট্রেনের যে কোনও শ্রেণীতে প্রবীণ ব্যক্তিরা HO টিকিটের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন।

indian train

সেক্ষেত্রে রেলের কাছে জমা দিতে হবে যথার্থ কারণ ও প্রয়োজনীয় নথি। যাত্রার ঠিক একদিন আগে টিকিট কনফার্ম করার জন্য যাত্রী আবেদন জানাতে পারেন এমার্জেন্সি কোটায়। HO কোটা এমার্জেন্সি কোটায় পড়ে। এরপর সমস্ত নথি ও কারণ খতিয়ে দেখে সই করবেন গেজেটেড অফিসার। তারপর ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম করবেন ডিভিশনাল বা জোনাল অফিসার।

Comments

Popular posts from this blog

latest news

শেষ ১০'এ নাম উঠলেও সত্যি হল না স্বপ্ন! Global Teacher Prize হাতছাড়া বাংলার ‘রাস্তার মাস্টারে’র

অনন্য নজির বঙ্গ কন্যার! পরিশ্রম আর অধ্যাবসায়েই মাত্র ২৩ বছরে UPSC তে নজরকারা সাফল্য