এবার দার্জিলিংয়েই কাশ্মীরের স্বাদ, এক ধাক্কায় বিশাল হারে নামল পারদ! দক্ষিণবঙ্গে কবে আসছে শীত?

নেশন হান্ট ডেস্ক: পুজো শেষ হতে না হতেই কার্যত দরজায় কড়া নাড়ছে শীত (Winter)। এমনিতেই মৌসম ভবন আগেই জানিয়েছিল যে, পুজো মিটলেই বদল হবে আবহাওয়ার (Weather)। পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতরের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছিল যে, লক্ষ্মীপুজো পেরোলেই রবিবার থেকে একলাফে অনেকটাই কমে যাবে পারদ। সেই পূর্বাভাসই পুরোপুরি মিলে গেল। এমতাবস্থায়, লক্ষ্মীপুজোর আবহ মিটতে না মিটতেই জেলাগুলিতে নিম্নমুখী তাপমাত্রা।

এদিকে, আমরা যদি রাজ্যের সামগ্রিক অবস্থার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কমেছে তাপমাত্রা। শনিবার দুপুরে কলকাতা সহ নিকটবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় কম ছিল। এদিকে, রবিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাও ছিল স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।

উত্তরের জেলাগুলিতেও লাফিয়ে পারদপতন ঘটেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি, জলপাইগুড়ি সহ কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তরের জেলাগুলিতেও শীতের আমেজ বজায় রয়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বিরাজ করবে। এছাড়াও, রাজ্যের কোথাও আপাতত আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: এগিয়ে চলেছে ভারত! ২০৪৭-এর মধ্যেই দেশের প্রতি ব্যক্তির আয় হবে ১০ লক্ষ টাকা, প্রকাশ্যে বড় তথ্য

 কবে থেকে অনুভূত হবে শীতের দাপট: প্রসঙ্গত উল্লেখ্য যে, শীতের দাপট কবে থেকে অনুভূত হবে সেই বিষয়ে এখনও কোনো তথ্য না জানালেও হাওয়া অফিস বলেছে যে, কিছুদিন আগে বঙ্গোপসাগরের সৃষ্ট হামুন ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার কারণে আপাতত কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই পাওয়া যাবে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! কলকাতার রাস্তায় দেখা মিলবে ওয়াটার প্রুফ রাস্তার? সামনে এল বড় পরিকল্পনা

এমন পরিস্থিতিতে শুকনো আবহাওয়ার পাশাপাশি উত্তুরে হাওয়ার আগমনের ফলে জেলায় জেলায় রাত এবং ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। শুধু তাই নয়, উত্তর এবং দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকেও নেমে আসতে পারে।

When is winter coming in West Bengal

এর পাশাপাশি, আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে, কয়েকদিন পর ফের খানিকটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই আবহে যদি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ে সেক্ষেত্রে আবার তাহলে উত্তুরে হাওয়ার আগমন বাধাপ্রাপ্ত হবে। যার ফলে উধাও হতে পারে শীতের অনুভূতি। তবে, এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি।

Comments

Popular posts from this blog

latest news

শেষ ১০'এ নাম উঠলেও সত্যি হল না স্বপ্ন! Global Teacher Prize হাতছাড়া বাংলার ‘রাস্তার মাস্টারে’র

অনন্য নজির বঙ্গ কন্যার! পরিশ্রম আর অধ্যাবসায়েই মাত্র ২৩ বছরে UPSC তে নজরকারা সাফল্য