আজকের রাশিফল ২৯ অক্টোবর, রবিবার: সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে তুলা, মোটা অঙ্কের অর্থব্যয় মেষের! বিনিয়োগেই লাভ এই রাশির

নেশনহান্ট ডেস্ক : জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অংশ হলো রাশিফল। রাশিফলের উপর নজর রাখলেই বোঝা যায় যে সারাদিনটা ঠিক কেমন যাবে। পাশাপাশি জীবনে চলার পথে আপনার ভাগ্যের চাকা ঠিক কোন দিকে ঘুরছে সেই বিষয়ে একটি ধারণা করতে পারবেন আপনি। আসন্ন বিপদ থেকে সতর্ক হওয়ার জন্যেও রাশিফল আপনাকে সাহায্য করতে পারে। তাই দিন শুরু করার আগে চোখ রাখুন আজকের রাশিফলে। দেখুন আপনার দিনটি ঠিক কেমন যাবে:

মেষ রাশি : আজকের দিনের জন্য আপনার অর্থ ভাগ্য ভালো না হলেও মন থেকে সমস্ত রকম নেতিবাচক চিন্তাকে দূরে রাখুন। প্রিয়জনদের কাছ থেকে বেশ কিছু দুর্দান্ত উপহার পেলেও আজকের দিনটাই আপনি তেমনভাবে কোন অর্থ সঞ্চয় করতে পারবেন না। এই দিনটিতে আপনার প্রেমযোগ বেশ ভালই রয়েছে। কোন সমস্যায় পড়লে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের পরামর্শ নিলে স্বস্তি মিলবে।

প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য একটি কালচে-নীল কাপড়ের মধ্যে গোল মরিচ, ছোলা এবং একটি কয়লার টুকরো বেঁধে তা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।

 

বৃষ রাশি : শরীরের প্রতি নজর দেওয়ার পাশাপাশি খাওয়া-দাওয়ার দিকে বিশেষ গুরুত্ব দিন। বিশেষত, মাইগ্রেন রোগীদের জন্য অতিরিক্ত সতর্কতার প্রয়োজন। আজকের দিনে ভাই বোনেরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই রাশি জাতক-জাতিকাদের প্রতি। দুর্দান্ত প্রেম যোগ রয়েছে আজকের দিনটির জন্য। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলাই বুদ্ধিমানের কাজ হবে।

প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য ছুটির দিনে খাবার সময়ে সোনা বা তামার চামচ ব্যবহার করুন।

 

মিথুন রাশি :  কোন সামাজিক কাজকর্ম করার জন্য আজকের দিনটি খুব ভালো। নানান কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনার মনও খুব ভালো থাকবে। তবে এই রাশি জাতক-জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে যে, সমস্ত রকম নেতিবাচক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে দিতে হবে। নাহলে এগুলি আপনার শরীরকে প্রভাবিত করবে। তবে আজকের দিনে বিনিয়োগ করার ইচ্ছে হলে খুব ভেবেচিন্তে পা ফেলাই হবে বুদ্ধিমানের কাজ। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কও সুন্দর থাকবে।

প্রতিকার: আয় বৃদ্ধি করার জন্য একটি গোলাকার ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখুন।

 

কর্কট রাশি : সারাটা দিন আজ খেলাধুলার মধ্য দিয়ে আপনার কেটে যাবে। তবে যাদের মাত্রাতিরিক্ত অর্থ ব্যয় করার অভ্যাস রয়েছে তারা আর্থিক সংকটের মুখোমুখি হবেন। অবিশ্বাস্য কোন চমক ঘটতে পারে প্রেমিক-প্রেমিকাদের জীবনে। এই রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রেও মোটামুটি দিনটাকে ভালোভাবে কাটিয়ে ফেলবেন। বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্কে কোনো রকম সমস্যা সৃষ্টি হলে সেটাও তারা নিজেরা মিটিয়ে ফেলতে পারবেন।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য জন্মদিন অথবা বিশেষ একটি দিনে সাদা রঙের কোনো দ্রব্য গরিবদের দান করুন।

 

সিংহ রাশি: এই রাশি জাতক-জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন গোটা দিনটিতেই। তাই দিনটিকে সঠিকভাবেই কাজে লাগান। আর্থিক দিক থেকেও দিনটি মোটের উপর ভালোই যাবে। সারাদিনের মধ্যে বেশ খানিকটা সময় শরীরকে বিশ্রাম দিলেও অযথা সময় একেবারেই নষ্ট করবেন না। মাথা ঠান্ডা করে সমস্ত কাজ শেষ করার চেষ্টা করুন। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি বেশ সুখকর।

প্রতিকার: জীবনে নিয়মানুবর্তিতা বজায় রাখার জন্য কোনো দরিদ্র ব্যক্তিকে কয়লা, কালো তিলের বীজ এবং কালো অথবা নীল উল দিয়ে তৈরি পোশাক দান করুন।

 

কন্যা রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকলেও আর্থিক দিক থেকে বিপর্যয়ের মুখোমুখি হবেন আজকের দিনে। পরিবারের সদস্যদের সাথে অর্থ সংক্রান্ত বিষয়ে আজ আপনার মতবিরোধ হতে পারে। একদিকে, প্রেমিক-প্রেমিকারা যেমন দুর্দান্ত কিছু চমক পাবেন ঠিক তেমনভাবেই বিবাহিতদের জন্য দিনটি বেশ শুভ। এই রাশির জাতক-জাতিকারা আজ নিজের ভাই-বোনের সাথে টিভিতে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পারেন।

প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

 

তুলা রাশি: আপনি আজ সারাদিন কোন বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলতে পারবেন। পাশাপাশি খেলাধুলা করতে করতে ও বেশ খানিকটা সময় আপনার কেটে যাবে। একদিকে যেমন পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে ঠিক তেমনভাবে অন্যদিকে এই রাশি জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রেও দারুন চমক পাবেন। তবে পড়ুয়াদের আজ পড়াশোনার ব্যাপারে অধিক মনোযোগ দেওয়া উচিত। এছাড়াও কোন বয়স্ক ব্যক্তির সঙ্গে কোন বাক-বিতণ্ডায় জড়ানোর আগে নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।

প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য “ওম নীলবর্নায়ে বিদ্যাহে সহিকেয়ায় ধিম্হি তন্ন রাহু প্রচোদয়া” এই মন্ত্রটি রোজ ১১ বার জপ করুন।

 

বৃশ্চিক রাশি: আজ আপনার অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কোনো শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ খাবেন না। আজ ভাই-বোন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে চাইতে পারেন। আপনার কাছে আজ বেশ কিছুটা অবসর সময় থাকলেও কোনো কারণবশত আপনি সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। বিবাহিতদের জন্য দিনটি বেশ আনন্দদায়ক।

প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কোনো গাছের পাতা বা অঙ্কুর ছিঁড়বেন না।

 

ধনু রাশি: আপনি আজ কোনো খেলাধূলার মাধ্যমে সময় অতিবাহিত করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আজকে আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের ঘাটতিগুলি পূরণ করার জন্য ব্যবহার করবেন। যার ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুদের সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য পাঁচজন কম বয়সী কন্যাকে দুধ এবং মিছরি দান করুন।

 

মকর রাশি: আজকের দিনে মকর রাশির জাতক-জাতিকারা নিজেদেরকে চূড়ান্ত আত্মবিশ্বাসী মনে করবেন। তাই দিনটিকে নিজের মতো করে কাজে লাগান। আর্থিক দিক থেকে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে আজ। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সঙ্গেই দুর্দান্ত সময় কাটাতে পারবেন আপনি। প্রেমের ক্ষেত্রে সন্দেহপ্রবণ মানসিকতাকে আপনার দূরে সরিয়ে রাখতে হবে। খেলাধুলার মধ্যে দিয়ে বেশ কিছুটা কেটে যাবে সময়।

প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য শিশু কন্যাদের পায়েস খাওয়ান।

 

কুম্ভ রাশি : সমস্ত রকম নেগেটিভিটিকে আপনি এক্কেবারে সরিয়ে ফেলুন। আজকের দিনের জন্য আপনার অর্থ ভাগ্য বেশ ভালো। এই রাশির জাতক জাতিকারা আজ বন্ধুদের সঙ্গে দুর্দান্ত সময় কাটালে তাদের মনও ফুরফুরে হয়ে যাবে। কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে আজ নিজের জিনিসপত্রের প্রতি সতর্ক থাকুন। নাহলে সেগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোনো আধ্যাত্মিক স্থান পরিদর্শন করতে পারেন। বৈবাহিক জীবনে সমস্যা আসলেও নিজের আলোচনা করেই তার সমাধান বের করার চেষ্টা করুন।

প্রতিকার: পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে বাড়িতে এবং অফিসে কলা গাছের শিকড় রেখে দিন।

 

মীন রাশি : শরীরের প্রতি আজ অধিক যত্ন নিন। সময় আর সুযোগ পেলে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি বাবা-মায়ের শরীরের প্রতিও খেয়াল রাখুন। আজ কিছুটা সময় পরিবারের সদস্যদের সাথে কাটান।বৈবাহিক জীবন সুখকর হওয়ার সাথে সাথেই ভালোবাসার মানুষটির সাথে দিনটি দুর্দান্তভাবে কাটবে। মাথায় রাখবেন, আজকে পুরনো কোন গয়না বা জিনিসের বিনিয়োগ করলে আপনি লাভের মুখ দেখবেন।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য গৃহদেবতার সোনার মূর্তি বাড়িতে রাখুন।

Comments

Popular posts from this blog

latest news

শেষ ১০'এ নাম উঠলেও সত্যি হল না স্বপ্ন! Global Teacher Prize হাতছাড়া বাংলার ‘রাস্তার মাস্টারে’র

অনন্য নজির বঙ্গ কন্যার! পরিশ্রম আর অধ্যাবসায়েই মাত্র ২৩ বছরে UPSC তে নজরকারা সাফল্য