এবার চাপে পড়ল দিদি নম্বর ১! জনপ্রিয় শো নিয়ে ভিন্ন ভাবনা Zee Bangla'র, মন খারাপ রচনাপ্রেমীদের

নেশনহান্ট ডেস্ক : দিদি নম্বর ১ (Didi No. 1) বাংলার দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি শো। রচনা ব্যানার্জি পরিচালিত এই অনুষ্ঠানটি আজ প্রত্যেক বাঙালি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। বাঙালি পরিবারের দর্শকরা প্রতিদিন বিকাল হলেই জি বাংলা খুলে বসে পড়েন টিভির সামনে। তাদের কাছে এই শো প্রতিদিনের একটি প্রধান অংশ হয়ে উঠেছে ।

বছরের পর বছর ধরে জি বাংলার এই অনুষ্ঠানটি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। এতগুলো বছর হয়ে গেলেও আজও এই শো এর জনপ্রিয়তা অটুট। কিন্তু হঠাৎ খারাপ খবর উঠে আসছে দিদি নম্বর ১ কে নিয়ে। এই খবরের ফলে বহু দর্শকের মন খারাপ। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন সমাজের সব স্তরের মানুষ।

 আরোও পড়ুন : বালু গ্রেফতার হতেই সামনে এল চমকে দেওয়া তথ্য! ৮ লাখ রেশনকার্ড বাতিল এই জেলায়

এই অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভাগ করে নেন নিজেদের জীবনের নানান কথা। এর সাথে চলে খেলা, আড্ডা, নাচ, গান ও আনন্দ। বিকাল পাঁচটা বাজলেই বহু পরিবার টিভির সামনে বসে পড়েন জি বাংলা চালিয়ে। যত সময় গেছে ততই এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এর মধ্যেই দিদি নম্বর ১ ধাক্কা খেতে চলেছে জি বাংলার জুটি ধারাবাহিকের ধামাকাদার পর্বের জন্য।

আরোও পড়ুন : এবার ৫০০ টাকাও লাগবে না গ্যাস কিনতে! দীপাবলিতে রাজ্যবাসীকে দুর্দান্ত উপহার মুখ্যমন্ত্রীর

দিদি নম্বর ১ (Didi No. 1) এর স্লট বদল হতে চলেছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত এই অনুষ্ঠান এবার দেখানো হবে রাতে। এই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানের গুনগ্রাহীরা বিমর্ষ। চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবার রবিবারও দেখানো হবে মিলি এবং রাঙা বউ। এই কারণে সম্প্রচার সময় বদল হতে চলেছে দিদি নম্বর ওয়ানের।

didi number one

বিষয়টি নিয়ে এখন পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ কিছু বলেনি। সোম থেকে শুক্র যেমন বিকাল পাঁচটায় সম্প্রচার হত তেমনই সম্প্রচারিত হবে দিদি নম্বর ওয়ান। তবে শনি ও রবিবার হয়ত বদলাতে পারে সম্প্রচারের সময়। সব মিলিয়ে বলা যায়, আরোও কিছু দিন পরেই দর্শকরা নিশ্চিত হতে পারবেন।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'