অপেক্ষার অবসান! বহু বছর পর 'কামব্যাক' এই জনপ্রিয় নায়িকা, নয়া সিরিয়াল নিয়ে উত্তেজনা তুঙ্গে

নেশনহান্ট ডেস্ক : বাংলা ধারাবাহিকে এমন কিছু অভিনেত্রী ছিলেন , যাদের মধ্যে কেউ  কেউ  এখন বড় পর্দায় কাজ করছেন,  আবার কেউ কেউ না না কারণে হারিয়ে গেছেন।  তবে হারিয়ে যাক বা বড় পর্দায়  চলে যাক , কিছু কিছু  ধারাবাহিক রয়েছে যা আমাদের মনে একটা আলাদা জায়গা করে, সারা জীবন থেকে যায় ।

ধারাবাহিকের চরিত্রগুলিকে এমনভাবে সাজানো হয়, যেন আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে সেই চরিত্রগুলি। এমনই একটি চরিত্র   ছিল জি বাংলার (Zee Bangla) ‘করুণাময়ী রানী রাসমণি’। ধারাবাহিকের প্রধান ‘রানী রাসমণি’ চরিত্রে ছিলেন  দিতিপ্রিয়া রায়। ২০১৭ সালে জি বাংলায় সম্প্রচারিত করা হয়েছিল এই মেগা সিরিয়ালটি।

 আরোও পড়ুন : ভুলে যান চাকরির চিন্তা, ঘরে বসে শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে মোটা টাকা

এটি খুব অল্প সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নেয়। ৫ বছর স্বগর্বে এই সিরিয়ালটি চলার পর যখন  ৫ বছর পর এই ধারাবাহিকটি শেষ হয়ে যায়, তখন কোথাও যেন আমাদের সকলের চোখে জল চলে এসেছিল। রাসমণি চরিত্রে অভিনয় করার পর একটা আলাদাই জনপ্রিয়তা পেয়েছিলেন দিতিপ্রিয়া। ছোট বড় সবার মনে জায়গা করে নিয়েছিলেন খুব সহজে।

আরোও পড়ুন : একটানা ১০ বার! পিছিয়ে গেল DA মামলার শুনানি, প্রকাশ্যে কারণ জানাল সুপ্রিম কোর্ট

তারপর ছোট পর্দা ছেড়ে  ‘আয় খুকু আয়’, ‘কলকাতা চলন্তিকা’ এবং ‘অচেনা উত্তম’ সহ একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি, করেছেন ‘বোধন’, ‘ডাকঘর’, ‘মুক্তি’ সহ একাধিক ওয়েব সিরিজের কাজ। তবে যতই তিনি ওয়েব সিরিজ বা সিনেমায় অভিনয় করুন না কেনো, মানুষ কিন্তু এখনো অপেক্ষা করে রয়েছে দিতিপ্রিয়াকে ছোট পর্দায় দেখার জন্য।

diti sixteen nine
 

কিন্তু ভবিষ্যতে ছোটপর্দায় ফিরবেন কি তিনি ?? উল্লেখ্য সম্প্রতি এই নিয়ে প্রশ্ন করায় অভিনেত্রী বলেন, “ভালো চরিত্র পেলে অবশ্যই ফিরবো। ফিরব না এই কথাটা একেবারেই ঠিক নয়। তবে মনের মতো চরিত্র না পেলে এই মুহূর্তে ফিরব না।” গোপন সূত্রে খবর , দিতিপ্রিয়া মুখে যাই বলুন না কেন,  জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউজের হাত ধরেই আবার বাংলা ধারাবাহিকে ফিরতে চলেছেন দিতিপ্রিয়া ।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো