পর্দার 'লাভ স্টোরি' এখন বাস্তবেও! প্রেম করছেন জি বাংলার এই জুটি, প্রকাশ্যে যা বললেন...

নেশনহান্ট ডেস্ক : অভিনেতা গৌরব রায় চৌধুরী ও শ্রুতি দাস ত্রিনয়নীর পর আবার একসাথে জুটি বেঁধে ফিরেছেন ছোট পর্দায়। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউতে (Ranga Bou) দর্শকরা আবার দেখতে পাচ্ছেন তাঁদের। জনপ্রিয় এই ধারাবাহিকে এদের পাশাপাশি আরও একাধিক অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন।

জানা যাচ্ছে এদের মধ্যেই এক জুটি বাস্তব জীবনেও প্রেমে পড়েছেন একে অপরের। ছোট পর্দায় অভিনয় করাকালীন বহু টলিউডের অভিনেতা-অভিনেত্রী বাস্তব জীবনে খুঁজে পেয়েছেন নিজেদের পার্টনার। শ্বেতা ভট্টাচার্য – রুবেল দাস, রাহুল দেব বসু – দেবাদৃতা বসু,  দিব্যজ্যতি দত্ত আর সৌমিলি চক্রবর্তীর প্রেম এখন হট টপিক।

এবার দাদাগিরির মঞ্চে প্রকাশ্যে এল রাঙা বউ ধারাবাহিকের অনি ওরফে প্রীতম দাস (Pritam Das) এবং কুসুম ওরফে তনুশ্রী সাহার (Tanushree Saha) প্রেম কাহিনী। সম্প্রতি দাদাগিরির মঞ্চে খেলতে এসেছিল রাঙাবউ ধারাবাহিকের পরিবার। এই অনুষ্ঠানে দর্শকদের মন কেড়েছে অনি আর তনুশ্রীর বিশেষ বন্ধুত্ব।

আরোও পড়ুন : চারদিন অতিরিক্ত ছুটি নভেম্বর মাসে! কবে বন্ধ স্কুল-কলেজ-অফিস? তালিকা প্রকাশ নবান্নর

অনুষ্ঠান চলাকালীন তনুশ্রী বলেছেন, “এখনো পটানোর চেষ্টা করছি হিরোকে। কিন্তু পটছে না।” অনি এই কথার পাল্টা উত্তর দিয়ে বলেছেন, ” ‘পটবো কী করে দাদা… একটা দোকানে গেছে, দুটো আইসক্রিম কিনেছে। একটার দাম ৪৫, অন্যটার ২৫। দোকানদার হিসাবের সুবিধার জন্য বলেছে, মোট সত্তর টাকা। ও পাশ থেকে দাঁড়িয়ে বলছেন- না না, একটা ৪৫ আরেকটা ২৫।”

tanushree saha and pritam das 1264x720

দাদাগিরি অনুষ্ঠানে খেলতে খেলতে সৌরভ গাঙ্গুলির করা প্রশ্নে নিজেদের প্রেম জীবনের কথা খোলসা করেছেন এই জুটি। এই জুটির কথা শুনে হেসে লুটোপুটি খান দর্শকরা। এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়ও হেসে ফেলেছেন মিষ্টি এই জুটির কথা শুনে। সহঅভিনেতা হৃতজিত সেই সময় পাশ থেকে বলে ওঠেন, “দাদা এটা কিন্তু গল্পের সিন নয়, অফ স্ক্রিন কিন্তু এটা।”

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো