মাত্র দেড় মাস, পাল্টে গেল 'মিলি'র সময়! কোন ধারাবাহিকের স্লট কাড়ল অনুভব-খেয়ালির এই মেগা?

নেশনহান্ট ডেস্ক : জি বাংলায় মাস দেড়েক সম্প্রচারিত হতে শুরু করে ধারাবাহিক মিলি। অন্যদিকে একই সময়ে স্টার জলসায় আত্মপ্রকাশ ঘটে ধারাবাহিক  ‘জল থই থই ভালোবাসা’। এই ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা। অপরাজিতার কাছে প্রথম থেকেই বেশ পিছিয়ে রয়েছে খেয়ালি ও অনুভবের এই মেগা।

1170x658withlogoebd61e38c7634736b953f23285be4f99

শুধু টিআরপির রেটিংয়ে নয়, দর্শকদের কাছেও খুব একটা ভালো সাড়া পাচ্ছে না জি বাংলা ধারাবাহিক মিলি। এবার হাতেনাতে সেই প্রমাণও মিলল। আগেই আলোর কোলে ধারাবাহিকের সম্প্রচারের সময় বলা হয়েছিল। নতুন এই মেগা সিরিয়াল শুরু হবে আগামী 27 নভেম্বর থেকে। প্রথমে মনে করা হয়েছিল নতুন এই ধারাবাহিক দখল করতে চলেছে  ‘খেলনা বাড়ি’র স্লট।

আরোও পড়ুন : এখানে মহিলার বেশে জগদ্ধাত্রী পুজো করেন পুরুষরা! অবাক লাগছে? বঙ্গেই আছে এমন অদ্ভুত নিয়ম

কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হবে মিলি ধারাবাহিকটিকে। জি বাংলা মিলি ধারাবাহিকটিকে রাত দশটার স্লটে পাঠিয়ে দিয়েছে। গৌরী এলো-র শেষে জায়গা নিতে চলেছে এই ধারাবাহিক। এই জায়গায় এসে মিলির নতুন প্রতিযোগী হবে হরগৌরী পাইস হোটেল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিলি ধারাবাহিকের নতুন প্রোমো।

আরোও পড়ুন ::এবার খেলা দেখাতে আসছে শীত! দক্ষিণবঙ্গের এই জেলাগুলির তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নিচে

নতুন সম্প্রচারিত প্রোমোতে দেখা যাচ্ছে রাস্তায় বহু লোক ঘিরে ধরে রয়েছে মিলিকে। রাহুলের জীবন নষ্ট করে অর্জুনের জীবন নষ্ট করার জন্য সবাই ধিক্কার জানাচ্ছে মিলিকে। এই শুনে মিলি ঠিক করেছে সে তার জীবন আর রাখবে না। এমন সময় সেখানে উপস্থিত হয় অর্জুন। মিলিকে সে বলে, ‘আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না।’

mili mili serial promo

এরপর অর্জুন কালী মন্দিরে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে সিঁদুর পরিয়ে দেয় মিলির কপালে। কিন্তু অর্জুনের পরিবারে মিলিকে কেউ মেনে নিতে চায় না। এরপর কোন দিকে মোর নেমে এই সিরিয়াল এখন সেটাই দেখার। অন্যদিকে আসছে আলোর কোলে ধারাবাহিক। জি বাংলার নতুন এই ধারাবাহিক কতটা দর্শকদের মনে জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো