ইনিই এযুগের কর্ণ! দিনে যে বিপুল পরিমাণ অর্থ দান করেন এই ধনকুবের, শুনলে 'থ' হয়ে যাবেন

নেশনহান্ট ডেস্ক : এইচসিএলের (HCL) যুগ্ম প্রতিষ্ঠাতা শিব নদর শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নন, এযুগের রীতিমতো একজন দানবীর বলা যেতে পারে। শিব নদর ২০২৩ অর্থবর্ষে ৫.৬ কোটি টাকা দান করে সবাইকে অবাক করে দিয়েছেন। চলতি অর্থবছরে সব মিলিয়ে এই ব্যক্তির দান করার পরিমাণ ২ হাজার ৪২ কোটি টাকা।

এই তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন উইপ্রোর (Wipro) প্রাক্তন চেয়ারম্যান আজিম প্রেমজি। হিসাব অনুযায়ী আজিম প্রেমজি এখনো পর্যন্ত দান করেছেন ১ হাজার ৭৭৪ কোটি টাকা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এই তালিকায় স্থান পেয়েছেন ২৪ জন। এই তালিকায় মোট সাতজন মহিলা জায়গা করে নিয়েছেন।

আরোও পড়ুন : শ্যামা, দক্ষিণা, রক্ষাকালীর মধ্যে আদৌ কি তফাত আছে? পুজোর আগে জানুন মায়ের রূপ মাহাত্ম্যের কথা

শিব নদর ও আজিম প্রেমজি ছাড়াও এই তালিকার সেরা ১০ এ অবস্থান করছেন নন্দন নিলেকানি, রোহিনী নিলেকানি, নীতিন ও নিখিল কামনাথ, সুব্রত বাগচী, সুস্মিতা, এ এম নায়েক। রোহিনী নিলেকানি মহিলাদের মধ্যে শীর্ষে রয়েছেন। রোহিনী দান করেছেন ১৭০ কোটি টাকা। রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এই রোহিনী।

13 h m nadar

এডেলগিভ ফাউন্ডেশনের সিইও নাগমা মুলা এই ব্যাপারে বলেছেন, “তালিকায় যে মহিলা দাতারা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশই নীরব। তারা নিজেদের অনুপ্রাণিত করেছেন রোহিণীকে দেখে। একটা সময় এই তালিকায় রোহিনী একমাত্র মহিলা ছিলেন। এখন এই তালিকায় সাতজন মহিলা রয়েছেন।”

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো