ভুলে যান ৫০০ টাকা, এবার একলাফে বাড়বে অনেক! লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া আপডেট মুখ্যমন্ত্রীর

নেশনহান্ট ডেস্ক : বাংলায় লক্ষীর ভান্ডার প্রকল্প সূচনা হওয়ার পর চারদিকে সাড়া পড়ে গেছিল। পরবর্তীতে লক্ষীর ভান্ডার প্রকল্প শুরু করে কর্ণাটক সরকার। এবার ছত্তিশগড়েও (Chhattisgarh) ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ঘোষনা করা হল। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Beghel) দীপাবলির মৌসুমে এমনই ঘোষণা করলেন।

দীপাবলিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস যদি ফের রাজ্যে ক্ষমতায় আসে তাহলে প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০০ টাকা করে দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আগে কর্নাটকের কংগ্রেস ঘোষণা করে প্রত্যেক মহিলাকে মাসে দেওয়া হবে ২০০০ টাকা করে আর্থিক সাহায্য।

আরোও পড়ুন : স্রেফ বাচ্চার জন্য বিয়ে করেছিলেন সইফ! এত বছর পর পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক করিনা

সেই প্রতিশ্রুতির ফলও পেয়েছিল কংগ্রেস। এবার সেই পথেই হাঁটছে ছত্তিশগড় কংগ্রেসও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং বিজেপি নেতারা বিরোধীদের প্রতিশ্রুতিকে ‘রেউড়ি’ (মিঠাই) বলে কটাক্ষ করেছেন। তবে প্রতিশ্রুতির দৌড়ে পিছিয়ে নেই বিজেপিও। বিভিন্ন রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিতে শোনা গেছে মোদির মুখেও।

আরোও পড়ুন : ৬০ টাকার লটারিতেই বাজিমাত! রোজগার থেকে অতিরিক্ত খরচ হলেও শেষমেষ কোটিপতি বীরভূমের আচার বিক্রেতা

ছত্তিশগড়ের নির্বাচনী ইশতেহারে বিজেপি জানায়, বিজেপি জয় লাভ করলে বিবাহিত মহিলাদের বার্ষিক ১২ হাজার টাকা করে দেওয়া হবে। বিজেপির পাল্টা হিসাবে কংগ্রেস এবার জানাল যে তারা জয় লাভ করলে ৩ হাজার টাকা বেশি অর্থাৎ ১৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেবে মহিলাদের। আসলে, ভোট ব্যাঙ্ক বাড়াতে মরিয়া দুপক্ষই।

338714 womenlakkhi

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, কংগ্রেসের এই নতুন ঘোষণার ফলে স্বাভাবিকভাবে চাপ বাড়বে কংগ্রেসের। কংগ্রেস বার্ষিক ১৫ হাজার টাকা করে যদি মহিলাদের দেয়, তাহলে তার মাসিক পরিমাণ হবে ১২৫০ টাকা। অর্থাৎ, ভোটের আগে মন জয় করতে কংগ্রেস অনেকটাই কোমর বেঁধে লেগে পড়েছে।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো