ইন্ডিয়া নয়, বিশ্বকাপের ফাইনালে পৌঁছবে এই দুই দল! ডিভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী ফেলল হইচই

নেশন হান্ট ডেস্ক: যত দিন গড়াচ্ছে ততই উত্তাপ বাড়ছে ক্রিকেট বিশ্বকাপে (Cricket World Cup)। ইতিমধ্যেই সেমিফাইনালে কোন কোন দলগুলি পোঁছচ্ছে সেদিকেই নজর রয়েছে সবার। এছাড়াও, এবারের বিশ্বকাপ কোন টিমের কাছে আসবে সেই বিষয়েও চলছে জোর জল্পনা। ঠিক এই আবহেই এবার বিশ্বকাপকে ঘিরে ইঙ্গিতমূলক মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)।

প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে এবি ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন ফেলেছে। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে ৩০২ রানে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। এমতাবস্থায়, এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার যোগ্যতা অর্জনের ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ডিভিলিয়ার্স।

আরও পড়ুন: ফের চাকরি বাতিল! ৯৪ জন শিক্ষকের বিরুদ্ধে কড়া অ্যাকশন খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের

এর পাশাপাশি, আগেই পাকিস্তানকে নিয়েও তিনি কিছু মন্তব্য করেছিলেন। সেটিও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, ভারতের বিশ্বকাপ জেতার বিষয়ে তিনি জানান, দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠতে না পারলে এবারের বিশ্বকাপ জিতবে ভারত। পাশাপাশি, তিনি আরও জানান যে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত অন্যতম ফেভারিট পর্যায় রয়েছে। কারণ তারা ঘরের মাঠেই এবারের বিশ্বকাপ খেলছে।

আরও পড়ুন: গ্যাসের দাম কমাতে মাঠে নামলেন স্বয়ং অমিত শাহ! ৫০০ টাকাতেই মিলবে সিলিন্ডার, করলেন ঘোষণা

ইতিমধ্যেই ICC-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিভিলিয়ার্স জানিয়েছেন, “আমার পছন্দের দ্বিতীয় দল হল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা যদি বিশ্বকাপ জিততে না পারে, সেক্ষেত্রে আমি মনে করি ভারত বিশ্বকাপ জিততে পারবে। তারা আমার প্রিয় দল কারণ তাদের অলরাউন্ড খেলোয়াড় রয়েছে। খুবই ভালো একটা দল।”

এদিকে, প্রাক্তন এই তারকা ক্রিকেটারের আরও একটি বক্তব্য স্ক্রিনশটের আকারে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ওই পোস্টটি ভিলিয়ার্সের বলেই দাবি করা হচ্ছে। যেটিতে বলা হয়েছে, বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান। দ্বিতীয়টিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আর ফাইনাল সম্পন্ন হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। যদিও, এই পোস্টের সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো