নজরকাড়া মিল ২০০৩ আর ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে! জানলে চমকে উঠবেন আপনিও

নেশনহান্ট ডেস্ক : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ শেষ লগ্নে পৌঁছে গেছে। আগামীকাল গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০০৩ সালের মতো ফের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। যদিও ২০০৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাজিত হয় ভারত।

তাই এবার ভারতীয় সমর্থকদের মনে আশা সেই হারের ক্ষত এবার পূরণ হবে। তবে কুড়ি বছর আগের ক্রিকেট বিশ্বকাপের  ম্যাচেগুলির সাথে এবারের বিশ্বকাপের ম্যাচেরও বেশ কিছু সংযোগ রয়েছে। এই মিলগুলো নেহাত কাকতালীয় হতে পারে, তবে ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ আগ্রহের। চলুন আজ আমরা এমন ছ’টি মিল সম্পর্কে জেনে নেব যেগুলি ২০০৩ ও ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের  সাথে যুক্ত।

আরোও পড়ুন : সারাবছরই থাকে প্রচুর চাহিদা! মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, কয়েক মাসেই হবে বিরাট লাভ

১. রাহুল দ্রাবিড় ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের উইকেট কিপার ছিলেন। এবারের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের উইকেট কিপার কে এল রাহুল। সেই বিশ্বকাপে ১১ ম্যাচে ৩১৮ রান করেছিলেন রাহুল দ্রাবিড়, অন্যদিকে, ১০ ম্যাচে ৩৮৬ রান করেছেন কে এল রাহুল।

২. ২০০৩ সালের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছিলেন শচীন তেন্ডুলকার। শচীনের মোট রানের সংখ্যা ছিল সেবার ৬৭৩। ২০০৩ সালের আগে পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপে সংগ্রহ করা এই রান ছিল সবথেকে বেশি। এবার বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন বিরাট কোহলি। ৭১১ রান সংগ্রহ করে বিরাট সৃষ্টি করেছেন নতুন রেকর্ড।

আরোও পড়ুন : এবার দিঘা নিয়ে নয়া ভাবনা! জগন্নাথ মন্দিরের দ্বার খুলতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, কবে থেকে খুলবে ?

৩. ২০০৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া একটি ম্যাচেও পরাজিত হয়নি। এবারের বিশ্বকাপে সেই কৃতিত্ব রয়েছে ভারতের।

৪. গ্রুপ পর্বে ২০০৩ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়া পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এবারের বিশ্বকাপে ঠিক এর উল্টো ঘটনা ঘটেছে। গ্রুপ পর্বে ভারতের কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া।

1696744017 1253

৫. একটানা ১০ টি ম্যাচে জিতে ২০০৩ সালে অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে। এবার ইন্ডিয়ায় টানা ১০ টি ম্যাচে জয়লাভ করেছে।

৬. ২০০৩ সালে যখন অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে তখন তাদের সামনে তৃতীয়বারের জন্য কাপ নেওয়ার হাতছানি ছিল। ২০২৩ সালে অর্থাৎ এবার যখন ভারত ফাইনালে উঠল ভারতের কাছেও তৃতীয়বারের জন্য রয়েছে কাপ জয়ের হাতছানি।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'