ব্যবহার না করলে কতদিনে নিষ্ক্রিয় হবে সিম? ডিলিট হয়ে যাবে WhatsApp'ও! বড়সড় ঘোষণা TRAI'র

নেশনহান্ট ডেস্ক: বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এমন মানুষ এখন খুঁজে পাওয়া দায় যিনি whatsapp ব্যবহার করেন না। ট্রাই (Telecom Regulatory Authority of India) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) মধ্যে মোবাইল নম্বর ও whatsapp নিয়ে বেশ কিছুদিন ধরে টানাপোড়ন চলছিল।

দেশের সর্বোচ্চ আদালত সম্প্রতি এই বিষয়ে একটি বড় রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় সম্পর্কে প্রত্যেক whatsapp ব্যবহারকারীর অবগত থাকা উচিত। সাধারণত একটি মোবাইল নম্বর ৯০ দিন ব্যবহার না করলে সেটি নিষ্ক্রিয় হয়ে যায়। অপরদিকে ৪৫ দিন নিষ্ক্রিয় থাকার পর অন্য কোনও ডিভাইসে যদি অ্যাকাউন্ট অ্যাকটিভ থাকে তাহলে whatsapp মুছে দেয় পুরনো ডেটা। 

আরোও পড়ুন : রেশন দুর্নীতির সাথে পশুখাদ্য কেলেঙ্কারির যোগ!কিভাবে এক হল বাংলা-বিহার? ED যা বললো…

একটি মামলার শুনানিতে হলফনামা দেওয়ার সময় ট্রাই এই কথাই জানিয়েছে সুপ্রিমকোর্টকে। তামিলনাড়ুর আইনজীবী রাজেশ্বরীর দায়ের করা রিট পিটিশন গ্রহণ করতে অস্বীকার করেছেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ। মোবাইল নম্বর নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর whatsapp এর ডেটা অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন বহু ব্যবহারকারী।

52,000 sim card+g5ebksfh6.3.jpg

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ট্রাইকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে নতুন গ্রাহকদের ব্যবহৃত বা নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলি ব্যবহার করা থেকে বিরত রাখতে। পাল্টা হলফনামা দিয়ে ট্রাই জানিয়েছে, একজন গ্রাহকের মোবাইল নম্বর নিষ্ক্রিয় হয়ে গেলে তা ৯০ দিন পর্যন্ত অন্য নতুন গ্রাহকে ব্যবহার করতে দেওয়া হয় না। গ্রাহকরা পুরনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ ডেটা মুছে ফেলে অথবা নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকটিভ করে গোপনীয়তা বজায় রাখতে পারেন।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো