Tata, Hyundai-কে টেক্কা দিয়ে এক মাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করল এই কোম্পানি, তৈরি হল রেকর্ড

নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় পরিসংখ্যান সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের (India) সবথেকে বড় গাড়ি কোম্পানি মারুতি সুজুকি (Maruti Suzuki) দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। চলতি বছর অর্থাৎ ২০২৩-এর অক্টোবরে, কোম্পানিটি এখনও পর্যন্ত সর্বাধিক মান্থলি সেল অর্জন করেছে। গত মাসে কোম্পানিটি মোট ১,৯৯,২১৭ ইউনিট বিক্রি করেছে। শুধু তাই নয়, গত মাসে, কোম্পানিটির বিক্রি ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের বছরের অক্টোবরে এই সংখ্যা ছিল ১,৬৮,০৪৮ ইউনিট। এছাড়াও, গত মাসে দেশীয় মার্কেটে বিক্রয়ও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। উল্লেখ্য যে, মারুতি ছাড়াও হুন্ডাই (Hyundai) এবং টাটার (Tata) গাড়ি বিক্রির পরিসংখ্যানও ভালো জায়গায় রয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মারুতি সুজুকি ছোট এবং সাশ্রয়ী মূল্যের গাড়ির জন্য পরিচিত। তবে, এখন সময় পরিবর্তন হচ্ছে এবং সংস্থাটি ইউটিলিটি সেগমেন্টেও তার অবস্থান ক্রমশ শক্ত করছে। গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবরে ইউটিলিটি সেগমেন্টের ৩০,৯৭১ ইউনিট বিক্রি হয়েছিল। চলতি বছরে এই সংখ্যা হল ৫৯,১৪৭ ইউনিট। মূলত, Maruti Brezza, Ertiga, Frankos, Jimny, Invicto এবং XL6-এর মতো গাড়িগুলি গ্রাহকরা পছন্দ করছেন। মারুতি সুজুকি দেশীয় বিক্রয় এবং রপ্তানি সহ মোট ১,৯৯,২১৭ ইউনিট বিক্রি করেছে।

This company sold the most cars in a month

তবে, মারুতি সুজুকির ছোট গাড়ির ক্ষেত্রে বললে, Alto এবং S-Presso-র বিক্রি কমেছে। গত মাসে এই দু’টি গাড়ির মাত্র ১৪,৫৬৮ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর একই মাসে এই বিক্রির হার ছিল ২৪,৯৩৬ ইউনিট। পাশাপাশি, গত মাসে Baleno, Ignis, Swift, WagonR-এর মোট ৮০,৬৬২ ইউনিট বিক্রি হয়েছে। এই সংখ্যা গত বছরের অক্টোবরে ছিল ৭৩,৬৮৫ ইউনিট।

আরও পড়ুন: রাজ্যের এই রুটে ছুটবে ট্রেন! প্রকল্পের জন্য শুরু জমির খোঁজ, BDO-দের চিঠি পাঠাল পূর্ব রেল

১৮ শতাংশ বিক্রি বৃদ্ধি Hyundai-র: এদিকে, এই পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি কোম্পানি Hyundai। ২০২৩ সালের অক্টোবরে, কোম্পানিটি মোট ৬৮,৭২৮ ইউনিট বিক্রি করেছে। দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির বিক্রি বেড়েছে ১৮.৪৮ শতাংশ। গত বছরের এই একই মাসে, Hyundai-এর বিক্রির পরিমাণ ছিল ৫৮,০০৬ ইউনিট। উল্লেখ্য যে, অক্টোবর ২০২৩-এর পরিসংখ্যানে দেশীয় বিক্রয় এবং রপ্তানি উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ২৩ বছরের হাঁটুর বয়সী নাতিকে বিয়ে ৯১-র বৃদ্ধার! তারপরেই বড় টুইস্ট, চমকে দেবে এই “প্রেমের কাহিনি”

টাটা মোটরসের বিক্রি বেড়েছে ৭ শতাংশ: পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৩ সালের অক্টোবরে, এই অটো কোম্পানিটি দেশীয় বিক্রয় এবং রপ্তানি সহ মোট ৪৮,৬৩৭ ইউনিট বিক্রি করেছে। গত বছরের অক্টোবরে এই পরিমাণ ছিল ৪৫,৪২৩ ইউনিট। অর্থাৎ, বিক্রি বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশ। এই পরিসংখ্যানে টাটার বৈদ্যুতিক গাড়ি যেমন Nexon EV, Tiago EV এবং Tigor EV-র বিক্রিও অন্তর্ভুক্ত রয়েছে।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'