বাংলার এই ব্যাঙ্কের উপর নেমে এল RBI-র শাস্তির খাঁড়া! আপনার অ্যাকাউন্ট আছে?

নেশনহান্ট ডেস্ক : আর্থিক জরিমানা এই শব্দটি শুনলেই আমরা বুঝতে পারি অনেক টাকার ব্যাপার। তবে আর্থিক জরিমানা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের উপর চাপানো হলেও এবার কিন্তু এই আর্থিক জরিমানা চাপলো দেশের কয়েকটি নামই ব্যাঙ্কের ওপর। পাঁচটি সমবায় ব্যাঙ্ককে আর্থিক জরিমানা করল আরবিআই।

নিয়ন্ত্রক সম্মতিতে ঘাটতির জন্য এই জরিমানা বলে জানা গিয়েছে সূত্রের তরফে। এই  সমবায় ব্যাঙ্কগুলি হল- উমা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, পিআইজে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, মিজোরাম কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ক লিমিটে। প্রসঙ্গত, অন্যান্য ব্যাঙ্কগুলির সঙ্গে আমানত রাখার বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হয় নির্দেশিকা।

আরোও পড়ুন : এই কোটিপতিকেও গয়না বেচে মেটাতে হয়েছিল দেনা! অথচ বড়লোক ছিলেন মুকেশ আম্বানির থেকেও, চেনেন ?

কিন্তু সেটি না মানার অভিযোগে গুজরাতের ভদোদরার উমা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শীর্ষ ব্যাংকের তরফ থেকে এও জানানো হয়েছে যে, কেওয়াইসি নির্দেশিকা না মানার কারণে গুজরাতের খেদার পিআইজে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরোও পড়ুন : খুবই কম খরচে সফর! নির্জনতায় মোড়া এ যেন এক পাহাড়ি স্বর্গ, এখানে গেলে দু’দিনেই এক্কেবারে ফ্রেশ

পাশাপাশি সমবায় ব্যাঙ্কগুলির জন্য প্রযোজ্য ‘হাউজিং ফিনান্স’-এর উপর আরবিআই-এর জারি করা নির্দেশাবলী না মানার জন্য আইজলের মিজোরাম কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ক লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে আরবিআই। অন্যদিকে আরবিআই-এর জারি করা কেওয়াইসি নির্দেশিকা না মানার কারণে পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ১.১০ লাখ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

rbi 1

এছাড়াও চারটি সিআইসি-র মধ্যে তিনটির সদস্যপদ পায়নি বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। তবে এখানেই শেষ নয় সূত্রের তরফ থেকে এও জানা গেছে যে,নিয়ম বহির্ভূতভাবে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে গুজরাতের শিহোরি নাগরিক সহকারী ব্যাঙ্ক লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে আরবিআই।

কারণ শিহোরি নাগরিক সহকারী ব্যাঙ্ক যাঁদের ঋণ মঞ্জুর করেছে ব্যাঙ্কের ডিরেক্টরের আত্মীয়রা তাঁদের গ্যারান্টার।এই সমস্ত কিছু জানার পর মাথায় হাত পড়েছে গরিব মানুষদের ।তবে গরিব মানুষদের কথা মাথায় রেখে দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, নিয়ন্ত্রক সম্মতিতে ঘাটতির কারণে এই পাঁচ ব্যাঙ্ককে আর্থিক জরিমানা করা হলেও এর জন্য সাধারণ গ্রাহকদের কোনও অসুবিধার মুখে পড়তে হবে না।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো