নভেম্বরের মাঝেই হাসি ফুটল আমজনতার মুখে! লাফিয়ে কমল LPG সিলিন্ডারের দাম, জেনে নিন নতুন দর

নেশন হান্ট ডেস্ক: আগামী বছরেই সম্পন্ন হবে লোকসভা নির্বাচন। তার আগে একাধিকবার LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমানোর পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের অগাস্টেই কমানো হয়েছিল রান্নার গ্যাসের দাম। তারপরে গত মাস অর্থাৎ অক্টোবরে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকার ভর্তুকির হার ১০০ টাকা বাড়িয়েছে।

এরই মাঝে নভেম্বর অর্থাৎ চলতি মাসের মাঝেই ফের কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, লোকসভা ভোটের আগে গ্যাসের দাম নিয়ে বিরোধীরা প্রায়শই সুর চড়িয়েছে। তবে, নির্বাচনের আগে এই গ্যাস সিলিন্ডারের দামকেই “পাখির চোখ” করেছে সরকার।

LPG cylinder price reduced again

উল্লেখ্য যে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গত ১ অক্টোবর থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ২০০ টাকার বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। শুধু তাই নয়, ১ নভেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ফের ১০৩.৫ টাকা বাড়ানো হয়।

আরও পড়ুন: নেওয়া হচ্ছে না রিস্ক! ফাইনালের আগেই দল থেকে বাদ পড়বেন এই ভারতীয় তারকা? কি সিদ্ধান্ত রোহিতের?

এমন পরিস্থিতিতে, বৃহস্পতিবার ফের একবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল। এই বিষয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, আজ থেকে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫৭.৫০ টাকা কমেছে। তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি করলেই হবে ন্যূনতম ৬ মাসের সাজা, প্ৰস্তাব সংসদীয় কমিটির

নতুন দাম: প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন দামের ওপর ভর করে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ১৮৮৫.৫ টাকা। এদিকে, আজ নয়াদিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৭৭৫.৫০ টাকা, মুম্বইয়ে এই দাম দাঁড়িয়েছে ১৭২৮ টাকায় এবং চেন্নাইতে এই দাম হল ১৯৪২ টাকা।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'