Jio-Airtel নয়, এবার দীপাবলিতে বাজিমাত করল BSNL, মাত্র ১০৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি, হইচই গ্রাহকমহলে

নেশন হান্ট ডেস্ক: যুগের সাথে পাল্লা দিয়ে বর্তমান সময়ে ক্রমশ বাড়ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। এমতাবস্থায়, গ্রাহক সংখ্যা বাড়ছে টেলিকম সংস্থাগুলিরও (Telecom Companies)। গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই দুর্দান্ত সব রিচার্জ প্ল্যান সামনে আনে সংস্থাগুলি। যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে।

সেই রেশ বজায় রেখেই এবার ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited) তথা BSNL একটি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান গ্রাহকদের জন্য উপলব্ধ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সরকারি এই টেলিকম সংস্থা যে রিচার্জ প্ল্যানটি সামনে এনেছে সেটির বৈধতা হল ৩৫ দিনের। যার জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ১০৭ টাকা।

BSNL has come up with great recharge plans

হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। এই রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের লাভবান করবে যাঁরা নিজেদের সিমকার্ডটি সক্রিয় রাখতে চান। অর্থাৎ, নম্বরটি সক্রিয় রাখার জন্য যাঁরা সস্তার রিচার্জ প্ল্যান খোঁজেন তাঁদের জন্য এই প্ল্যানটি একদম উপযুক্ত।

আরও পড়ুন: দীপাবলির আগেই মিলল সুখবর! PF অ্যাকাউন্টধারীরা পেলেন দুর্দান্ত উপহার, সামনে এল বড় আপডেট

মিলবে একাধিক সুবিধা: আমরা এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত বিষয় তুলে ধরেছি। ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, এক্ষেত্রে গ্রাহকেরা ৩৫ দিনের বৈধতা পেয়ে যাবেন। এছাড়াও, এই প্ল্যানে মিলবে ৩ GB ইন্টারনেট। জানিয়ে রাখি যে, এই সীমা শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেটের গতি ৪০ kbps হয়ে যাবে।

আরও পড়ুন: এবার উড়বে ট্যাক্সি, ১.৫ ঘণ্টার সফর শেষ হবে ৭ মিনিটে! ভারতে কবে থেকে শুরু পরিষেবা?

এছাড়াও, ব্যবহারকারীরা ২০০ মিনিট পর্যন্ত ফ্রি ভয়েস কল সহ ৩৫ দিনের জন্য BSNL টিউন সেট করার সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ, আপনি স্বল্প খরচের মাধ্যমেই এই প্ল্যানটি ব্যবহার করে ইন্টারনেট থেকে শুরু করে ফ্রি ভয়েস কলিং এবং BSNL টিউনের সুবিধা পাবেন। তাই, যাঁরা এই ধরণের প্ল্যান খুঁজছেন তাঁরা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো