গ্রাহকদের জন্য ফের চমক Jio-র! সস্তার এই প্ল্যানে মিলছে 6GB ফ্রি ডেটা, রয়েছে একাধিক সুবিধাও

নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে Reliance Jio। মাত্র কয়েক বছরের মধ্যেই গ্রাহকদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই সংস্থাটি। পাশাপাশি, গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই এই সংস্থা সাশ্রয়ী মূল্যের বিভিন্ন রিচার্জ প্ল্যান সামনে আনে। এদিকে, সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ক্রিকেট চলায় প্রত্যেকেই অনলাইনে ম্যাচ দেখার জন্য চোখ রাখছেন মোবাইল স্ক্রিনে।

এমতাবস্থায়, দরকার হয় বেশি ইন্টারনেট ডেটার। সেই চিন্তাই এবার দূর করছে Jio-র একটি দুর্ধর্ষ প্ল্যান। যেটি স্বল্প দামে একাধিক সুবিধা উপলব্ধ করছে গ্রাহকদের। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। মূলত, আমরা Jio-র যে প্ল্যানটি সম্পর্কে আপনাদের জানাচ্ছি সেটির দাম হল 399 টাকা। এই প্ল্যানে, ডেইলি ডেটার সাথে, কোম্পানি অতিরিক্ত ফ্রি ডেটাও দিচ্ছে।

Jio surprised the customers again

পাশাপাশি, প্ল্যানটি MyJio অ্যাপের মাধ্যমে বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সক্রিয় করা যেতে পারে। এই প্ল্যানে ব্যবহারকারী প্রতিদিন 3 GB ডেটা পাবেন। এছাড়াও, এই Jio প্ল্যানে 6 GB ডেটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে, যার দাম 61 টাকা। অর্থাৎ 61 টাকার অতিরিক্ত প্যাকের সুবিধা আপনাকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বড় খবর! দীপাবলিতে মুকেশ আম্বানি পেলেন ২০ হাজার কোটির উপহার, তৈরি হল নতুন রেকর্ড

উল্লেখ্য যে, Jio-র এই প্রিপেড প্ল্যানের বৈধতা হল 28 দিন। অর্থাৎ 28 দিনের মধ্যে আপনি 84 GB ডেটা ব্যবহার করার পাশাপাশি 6 GB ফ্রি ডেটাও পাবেন। যার ফলে মোট ডেটা সুবিধা 90 GB হয়ে যায়। এছাড়াও এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা উপলব্ধ করে। পাশাপাশি, প্রতিদিন 100 টি SMS-ও এর সাথে বিনামূল্যে মিলবে। যার মাধ্যমে আপনি SMS করেই দীপাবলির শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। এই প্ল্যানের আরেকটি বিশেষ বিষয় হল যে, যদি আপনার এলাকায় 5G পরিষেবা পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি এই প্ল্যানের মাধ্যমে 28 দিনের জন্য আনলিমিটেড হাই স্পিড 5G ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: মাত্র ১৪ ঘণ্টায় ৮০০ টি ভূমিকম্প! তৈরি হল অগ্ন্যুৎপাতের আশঙ্কা, চরম বিপদের সম্মুখীন এই দেশ

এছাড়াও, এই প্ল্যানের সাথে গ্রাহকেরা আরও কিছু সুবিধা পাবেন। এই প্ল্যানের সাহায্যে JioTV, JioCinema এবং JioCloud-এর মতো অ্যাপের সাবস্ক্রিপশনও মিলবে। এছাড়াও, আপনি প্ল্যানে JioCloud পরিষেবা পাবেন। যা কম ইন্টারনাল স্পেসের স্মার্টফোনগুলির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও মিলবে।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'