চন্দ্রযান ৩'র পর নয়া পরিকল্পনা ISRO'র! এবার চাঁদে পা রাখবে মানুষ, কোমর বেঁধে নামছে ভারত

নেশনহান্ট ডেস্ক : চন্দ্রযান ৪ এর প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। ইসরোর লক্ষ্য চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করা। পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিরোলজির ৬২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় গত শুক্রবার। স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই লুপেক্স’ ( LUPEX) এবং চন্দ্রযান ৪-এর সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন ইসরোর বৈজ্ঞানিকদের সাথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংক্রান্ত বিষয়ে তাদের অনুপ্রেরণা জুগিয়েছেন বলে খবর। নীলেশ চন্দ্রযান ৪ সম্পর্কে বলেছেন, নমুনা রির্টান মিশন হতে চলেছে এটি। এই মিশন প্রস্তুত হতে সময় লাগবে ৫ থেকে ৭ বছর।

আরোও পড়ুন : ভয় ধরাচ্ছে বঙ্গোপসাগরের জোড়া ঘূর্ণাবর্ত! বৃষ্টিতে ভিজবে দুই জেলা, কেমন থাকবে বাংলার আবহাওয়া?

বিজ্ঞানীরা জানাচ্ছেন, চন্দ্রযান-৩ এর জন্য ব্যবহৃত ল্যান্ডার এবং  রোভারের থেকে এই মিশনে আরো বড় ল্যান্ডার এবং  রোভার ব্যবহার করা হবে। ট্রান্সফার মডিউল, ল্যান্ডার মডিউল, অ্যাসেন্ডার মডিউল এবং রি এন্ট্রি মডিউল থাকবে চন্দ্রযান-৪-এ। এছাড়াও দুটি রকেট থাকবে এই মিশন লঞ্চ করার জন্য। এই মিশনের সাহায্যে চাঁদের অন্ধকার দিকের গবেষণা করা হবে।

আরোও পড়ুন : আবেদন করলেই ৫০ হাজার! পড়ুয়াদের জন্য দুর্দান্ত পরিকল্পনা TATA’র, এভাবে নিন স্কলারশিপের সুবিধা

জাপানী মহাকাশ সংস্থা ‘জাক্সা’ (JAXA)-এর সাথে ইসরো লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন ‘লুপেক্স’ নামে আরও একটি চন্দ্র মিশনে কাজ করছে। ৩৫০ কেজি ওজনের একটি রোভার এই মিশনে চন্দ্র পৃষ্ঠের ৯০ ডিগ্রি পর্যন্ত অঞ্চলগুলি পরীক্ষা-নিরীক্ষা করবে। এতে ব্যবহৃত হচ্ছে একবিংশ শতাব্দীর সর্বাধুনিক প্রযুক্তি।

jaxas 092 02 01 en 1697684964050 1697684989795

এছাড়াও ইসরো পরিকল্পনা নিয়েছে, চাঁদের লুনার সারফেসে ২০৪০ সালের মধ্যে ভারতীয় মহাকাশচারীকে পাঠাবে। ২০৩৫-এর মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (ইন্ডিয়ান স্পেস স্টেশন) প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত উল্লেখ্য, চাঁদে মানুষ পাঠানোর মিশন ফের শুরু হবে ৫০ বছর পর।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'