পাল্টে গেল নিয়ম! ট্রেনের টিকিট ক্যান্সেল করলেই কাটবে এত টাকা, স্পষ্ট করল IRCTC

নেশনহান্ট ডেস্ক: ভারতে গণপরিবহনের মেরুদন্ড বলা হয় ভারতীয় রেলকে। কর্মক্ষেত্র হোক কিংবা ভ্রমণ, সব ক্ষেত্রেই ভারতীয়দের প্রথম পছন্দ রেল। রেলে করে ভ্রমণ একদিকে যেমন দ্রুতগতির, অন্যদিকে সস্তাও বটে। বহু মানুষই এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য বেছে নেন রেলকে। ভারতের রেল ব্যবস্থা সুপ্রাচীন।

তবে যতদিন গেছে ভারতীয় রেল নিজেদেরকে প্রতিনিয়ত আপগ্রেড করেছে। ভারতীয় রেলের এমন বহু নিয়ম রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা। কিন্তু যারা নিয়মিত রেলে যাতায়াত করেন তাদের এই নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকা উচিত। আপনারাও যদি ভারতীয় রেলের নিয়মিত যাত্রী হন তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

আমাদের দেশে দুইভাবে ট্রেনের টিকিট কাটা যায়। একটি অনলাইন, অন্যটি অফলাইন অর্থাৎ কাউন্টারে গিয়ে। IRCTC অ্যাপের মাধ্যমে অধিকাংশ মানুষ অনলাইনে ট্রেনের টিকেট কেটে থাকেন। ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনারা এই অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারেন। কিন্তু অনেক সময় আমাদের কাটা ট্রেনের টিকিট ক্যানসেল করতে হয়।

আরোও পড়ুন : বিশ্বকাপে ‘শেষ’ ভারত! বাড়ি ফিরেই আত্মহত্যার সিদ্ধান্ত রাহুলের, খেলা পাগল ছেলের কাণ্ডে ‘থ’ সবাই

সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে টিকিটের পয়সা হয়ত নষ্ট হল। কিন্তু আপনারা দুই পর্যায়ে ট্রেনের টিকিট বাতিল করতে পারেন। একটি চার্ট তৈরির আগে, অপরটি চার্ট তৈরির পরে। এই দুই ক্ষেত্রে টিকিট বাতিল করলে আপনার টাকা পাঁচ থেকে সাত দিনের মধ্যে রিফান্ড দেওয়া হয়। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনারা তখনই টাকা ফেরত পাবেন যদি আপনারা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট কেটে থাকেন।

আরোও পড়ুন : মৃত্যুবার্ষিকীতে ঐন্দ্রিলাকে স্মরণ সৌরভের! আদরের মিষ্টিকে নিয়ে যা যা বললেন অভিনেতা, চোখে জল আসবে

টিকিট কিন্তু অফলাইনে বাতিল করা যায় না। অপরদিকে এজেন্টের মাধ্যমে টিকিট কাটলেও রিফান্ড পাওয়া সম্ভব নয়। রেলে নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টা আগে আপনি যদি টিকিট ক্যানসেল করেন তাহলে ফ্ল্যাট রেটে রিফান্ড দেওয়া হবে আপনাকে। এর জন্য আপনাকে দিতে হবে অতিরিক্ত চার্জ।

indian train

এসি ফাস্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসের জন্য ২৪০ টাকা ও এসি ২ টায়ারের জন্য ২০০ টাকা চার্জ দিতে হবে। এসি থ্রি টায়ার, এসি চেয়ার কার এবং এসি ইকোনমির জন্য ১৮০ টাকা, স্লিপার ক্লাসের জন্য ১২০ টাকা, দ্বিতীয় শ্রেণীর জন্য ৬০ টাকা চার্জ লাগবে। ১২ ঘণ্টা আগে অর্থাৎ চার্ট তৈরির পর টিকিট বাতিল করলে আপনাকে দেওয়া হবে 50 শতাংশ রিফান্ড।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো