বাংলাদেশে খেল দেখাল ঘূর্ণিঝড় মিধিলি! কেমন থাকবে এই রাজ্যের ওয়েদার? আপডেট IMD'র

নেশনহান্ট ডেস্ক : ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। একদিকে শীতের আমেজ, আবার অন্যদিকে ঝিরঝিরে বৃষ্টি। আবহাওয়ায় এই দুই মুড চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বঙ্গবাসীর কাছে। তবে চিন্তার মুখ্য কারণ অর্থাৎ ঘূর্ণিঝড় মিধিলি ল্যান্ডফল করেছে বাংলাদেশে। ১৭ নভেম্বর বাংলাদেশ উপকূল পার করে ঘূর্ণিঝড় মিধিলি (Cyclone Midhili)।

ল্যান্ডফলের পর দ্রুত শক্তিক্ষয় হয় ঘূর্ণিঝড় মিধিলির। এই ঘূর্ণিঝড়ের শক্তি হ্রাসের ফলে অ্যালার্টের মাত্রা কমিয়ে দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। ঘূর্ণিঝড় মিধিলির ফলে বাংলাদেশের ব্যাপক পরিমাণ দুর্যোগ কিন্তু হয়নি। উপকূলীয় অঞ্চলে বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট ছিল মাত্র। অন্যদিকে গতকাল বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়।

আরোও পড়ুন : হদিশ মিলল গুপ্তধনের! বাংলার একদম কাছেই আছে সোনার খনি, এক্কবারে বদলে যাবে ভারতের ভাগ্য

অধিকাংশ জায়গাতেই হালকা বৃষ্টিপাত দেখা গেছে। গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আকাশ মেঘলা ছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড় প্রভাব কিন্তু পড়েনি মিধিলির। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে।

আরোও পড়ুন : গ্রাহকদের বিরাট সুবিধা, ৫ ধরনের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে এল SBI, এখন হবে আরও বেশি লাভ

হাওয়া অফিস জানাচ্ছে, শনিবারও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশ লাগোয়া পূর্ব অংশের জেলাগুলিতে। কলকাতাতেও সামান্য বৃষ্টিপাত হতে পারে শনিবার।

weather 8 768x402.jpeg

মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্রবার ও শনিবার। তবে মেঘ, বৃষ্টি ও আর্দ্রতাজনিত কারণে দক্ষিণবঙ্গে শীত কিছুটা ম্রিয়মাণ হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের কিছু অংশে সকালবেলার দিকে থাকতে পারে গরম আবহাওয়া ও অস্বস্তি। আগামী দু’তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'