কালীপুজোর আগেই ভয় ধরাবে ঘূর্ণাবর্ত, টানা ২ দিন হবে তুমুল বৃষ্টি! ভয়াবহ আপডেট IMD'র

নেশনহান্ট ডেস্ক : আজ ভূত চতুর্দশী। কাল কালীপুজো। এছাড়াও রয়েছে দীপাবলি। সব মিলিয়ে এখন দেশ জুড়ে উৎসবের পরিবেশ। সবাই চাইছেন এই কয়েকটা দিন প্রাণ খুলে আনন্দ করতে। বিগত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদও নিম্নমুখী। তাই এখন গোটা বাংলা জুড়ে বেশ একটা মনোরম আবহাওয়া বিরাজ করছে।

রাতের দিকে বন্ধ রাখতে হচ্ছে ফ্যান। অনেকেই আবার নামিয়ে ফেলেছেন কম্বল, লেপ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এখন তাপমাত্রা নিম্নমুখী। তবে ভূত চতুর্দশীর দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানেন হাওয়া অফিস এই বিষয়ে কী আপডেট দিল? গোটা দেশে যখন উৎসবের আমেজ, তখন চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। 

আরোও পড়ুন : রেহাই দেননি নিজের মেয়েকেও! টাকার বিনিময়ে আলিয়াকে দিয়ে এই কাজগুলোও করাতেন মহেশ ভাট

এই ঘূর্ণাবর্তের ফলে দেশের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বাংলার মানুষের মনে এখন সব থেকে বড় প্রশ্ন কালীপুজোর বা দীপাবলীর সময় বাংলায় কি বৃষ্টি হবে? ঘূর্ণাবর্তের প্রভাব কতটা পড়বে এ রাজ্যে? আদৌ কী ঠাকুর দেখতে বেরতে পারবেন বঙ্গবাসী ? সবকিছু নিয়ে এবার বড় আপডেট দিল আইএমডি

আরোও পড়ুন : মাস গেলে মিলবে মোটা মাইনে, মাধ্যমিক পাশেই হবে বাজিমাত! প্রচুর কর্মী নিয়োগ এবার পোস্ট অফিসে

আইএমডি (India Meteorological Department)  জানাচ্ছে আজ অর্থাৎ ভূত চতুর্দশীর দিন আবহাওয়া সাধারণত শুকনো থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

1666241633 kali pujo

আগামী কয়েকদিন আবহাওয়ার শুকনো থাকবে উত্তরবঙ্গেও। কিছু জেলায় আগামী তিন-চার দিনে আরও কিছুটা তাপমাত্রার পতন হতে পারে। তবে দেশের একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে শনি ও রবিবারের জন্য। এই দুদিন বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, দিল্লিতে।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো