এই মাসে বাড়বে DA! সামনে এল বড়সড় আপডেট, উৎসবের আবহে হাসি ফুটল সরকারি কর্মীদের

নেশনহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোটের উপর এ বছরটা ভালই কেটেছে। কর্মচারীদের জন্য এক ধাক্কায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance)। কেন্দ্র ছাড়াও একাধিক রাজ্য তাদের কর্মচারীদের জন্য ডিএ বা উৎসব ভাতাও বৃদ্ধি করেছে এই বছর। তবে এ বছরও বেশ খানিকটা নিরাশই থাকতে হল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের।

দীর্ঘদিন ধরে এ রাজ্যের কর্মচারীরা মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই আবহে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রাজ্যের মহার্ঘ ভাতার মামলার শুনানি ফেব্রুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দিয়েছে। সব মিলিয়ে উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মচারীদের মুখ ভার। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখন পৌষ মাস বলাই যায়।

আরোও পড়ুন : এবার স্টারলিঙ্ককে কিস্তিমাত করবে Jio! নয়া চমক আনছে আম্বানি, গ্রাহকদের বিরাট লাভের সম্ভাবনা

নবরাত্রির আগেই কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। একই সাথে কর্মচারীরা পেয়েছিলেন বোনাস ও বকেয়া অর্থ। তবে সম্প্রতি এমন একটি খবর উঠে আসছে যা শুনলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আনন্দের সীমা থাকবে না। সম্প্রতি এআইসিপিআই সূচকের সংখ্যা সামনে এসেছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের। তবে এখনো এআইসিপিআই সূচকের সংখ্যা সামনে আসেনি অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের।

Long list of holidays for government employees even after Puja

২.৫% এখনো পর্যন্ত সেটি বৃদ্ধি পেয়েছে। ৪৬ শতাংশ হয়েছে মহার্ঘ ভাতার হার। মনে করা হচ্ছে কর্মচারীদের ২.৫% বৃদ্ধি পেতে পারে সপ্তম বেতন পে কমিশন অনুযায়ী। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে এই অনুযায়ী হার বৃদ্ধি পেলে মহার্ঘ ভাতার পরিমাণ চার শতাংশ হতে পারে। তাহলে জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা গিয়ে দাঁড়াবে ৫০ শতাংশে।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো