দাম ৫০ টাকারও কম, ভ্যালিডিটি মিলবে এক মাস! BSNL'র সামনে মুখ থুবড়ে পড়বে Airtel, Jio

নেশনহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের টেলিকম বাজারে এক নম্বর অপারেটর হল রিলায়েন্স জিও। উন্নত টেকনোলজি ও গ্রাহক সংখ্যার নিরিখে বর্তমানে ভারতের টেলিকম বাজারে শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানির সংস্থা। জিও ছাড়াও ভারতের বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল, ভি কোনোরকমে টিকে রয়েছে।

এই তিন বেসরকারি টেলিকম সংস্থার কাছে রীতিমতো নাস্তানাবুদ রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। প্রযুক্তিগতভাবে বিএসএনএল অনেকটাই পিছিয়ে রয়েছে অন্যান্যদের থেকে। এর ফলে ক্রমাগত গ্রাহক কমছে সরকারি এই টেলিকম সংস্থার। তবে এবার অন্যান্য টেলিকম সংস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ করে আকর্ষণীয় একটি রিচার্জ প্ল্যান আনল বিএসএনএল।

আরোও পড়ুন : কালীপুজো উপলক্ষ্যে চলবে ৯টি স্পেশাল! দেখে নিন কোন কোন রুটে চলবে এই ট্রেনগুলি

সেকেন্ডারি সিম হিসেবে অনেকেই এখনো বিএসএনএল ব্যবহার করে থাকেন। সামান্য হলেও অন্যান্য টেলিকম সংস্থার থেকে বিএসএনএলের রিচার্জ প্ল্যানের দাম কম। তবে বর্তমান নিয়ম অনুযায়ী প্রত্যেকটি সিমে নিয়মিত রিচার্জ করতে হয় ভ্যালিডিটি বজায় রাখার জন্য। এই বিষয়টি মাথায় রেখে বিএসএনএল একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে।

আরোও পড়ুন : মোটা টাকা মাইনে, প্রচুর কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়! কপাল খুলবে চাকরিপ্রার্থীদের

শুধুমাত্র ভ্যালিডিটি বজায় রাখার জন্য বিএসএনএল ৫০ টাকার কমে একটি রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে এসেছে। এই রিচার্জ প্লানের বৈধতা ৩০ দিন। এছাড়াও টকটাইম ও অন্যান্য সুবিধাও থাকছে এই প্ল্যানের সাথে। সব মিলিয়ে বলা যায়, গ্রাহকদের লাভ হবে।

bsnl jio airtel vi .jpg

BSNL এর এই নতুন প্ল্যানটির মূল্য ৪৮ টাকা। এটিতে ৩০ দিনের ভ্যালিডিটির পাশাপাশি ১০ টাকার টকটাইম দেওয়া হবে গ্রাহকদের। এই প্ল্যানে গ্রাহকরা দেশের যেকোনও প্রান্তে অন নেট কল ২০ পয়সা প্রতি মিনিট হিসাবে করতে পারবেন। বলে রাখা ভালো এই প্ল্যানে গ্রাহকরা কোনও রকম ডেটা বা এসএমএস এর সুবিধা পাবেন না।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো