কালীপূজোতেই হুহু করে নামবে পারদ, বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর
নেশনহান্ট ডেস্ক : বাংলায় ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এর ফলে রাজ্যের একাধিক জেলায় নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে কালীপুজোর সময় রাজ্য জুড়ে বজায় থাকবে শীতের আমেজ। একই সাথে হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
গোটা রাজ্যেই এখন শীতের আমেজ শুরু হয়ে গেছে। তাপমাত্রার পারদ হ্রাস পেতে শুরু করেছে একাধিক জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমবে আগামী দুদিনে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। আপাতত এইরকম তাপমাত্রায় বজায় থাকবে আগামী ৪-৫ দিন।
আরোও পড়ুন : অবশেষে খোঁজ মিলল এলিয়েনের! আবিষ্কারের পর বড় দাবি বিজ্ঞানীদের, জানলে হয়ে যাবেন “থ”
•কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বুধবার। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কোথাও। আগামী তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আবহাওয়া শুকনো থাকবে উত্তরবঙ্গের। আগামী তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই সকাল-সন্ধ্যায় বজায় থাকবে শীতের অনুভূতি।
আরোও পড়ুন : ১৯৩ বছরের ইতিহাসে প্রথম! কলকাতার এই স্কুলের ক্লাসরুমে পড়বে ছাত্রীরাও, নেওয়া হল বড় সিদ্ধান্ত
•দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের কিছু জেলার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সব জায়গার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

•কলকাতার আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস? কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ থেকে ২১ সেলসিয়াসের কাছাকাছি। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা নেমে আসতে পারে ২০ ডিগ্রী সেলসিয়াসে। কলকাতায় আগামী পাঁচ দিন অনুভূত হবে শীতের আমেজ।
Comments
Post a Comment